শীর্ষ নিউজ, ঢাকা : বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কেননা আন্দোলন ছাড়া অবৈধ ক্ষমতাসীন সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করা যাবে না।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ঠাকুরগাঁও সদর উপজেলার আসন্ন নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশন দিয়ে ফলাফল নিজেদের পক্ষে নিতে যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশন অদ্ভূত দালালের ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করে তিনি। নির্বাচন কমিশন আওয়ামী লীগের সেবাদাস উল্লেখ করে তিনি এর নিন্দা জানান।
সাম্প্রতিক সময়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের কটূক্তিকে তাদের যৌনবিকৃতির লক্ষণ বলে মন্তব্য করেন রিজভী।
No comments:
Post a Comment