আমাদের সিলেট ডটকম:
বুধবার বেলা আড়াইটার দিকে নগরীর জল্লারপাড় এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে আটক করা হয়। এক ঔষধ কোম্পানীর কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি ছোরাও উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, সিলেটের দক্ষিণ সুরমার লতিপুরের আবদুল জলিলের ছেলে জুনেদ আহমদ, হযরত শাহপরাণ মাজারের পেছনের এলাকার বেলাল আহমদের ছেলে মো. রুকু ও সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ইসলামপুরের মৃত আবদুর রাজ্জাকের ছেলে আবদুল আলিম।
জানা যায়, বুধবার বেলা আড়াইটার দিকে কোর্ট পয়েন্টে একটি সিএনজি অটোরিকশা রিকাবিবাজার যাওয়ার জন্য যাত্রী খোঁজছিল। এ সময় হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী নামক একটি ঔষধ বিপণনকারী কোম্পানীর কর্মকর্তা রহিউজ ইসলাম অটোরিকশাটিতে ওঠেন। এসময় অটোরিকশাটির সামনে ও পেছনে দুইজন যাত্রী বসা ছিলেন। তারা রহিউজ ইসলামকে পেছনের মাঝের সিটে বসতে দেন। জল্লারপাড় যাওয়ার পর পেছনের সিটে বসা দুইযাত্রী ছোরা ধরে তার কাছ থেকে ২১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে অটোরিকশা থেকে ফেলে দেন।
এদিকে, কোর্ট পয়েন্ট থেকে আসা অটোরিকশাটি পেছন থেকে অনুসরণ করে আসছিল মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। রহিউজ ইসলামকে ফেলে দেয়ার পরই গোয়েন্দা পুলিশ অটোরিকশার গতিরোধ করে তিনজনকে আটক করে। বাকি দুইজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ২১ হাজার টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত দুইটি ছোরা উদ্ধার করা হয়।
সিলেটে তিন ছিনতাইকারী আটক
Wednesday, April 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment