আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জের মাধবপুরে বালুর মহাল দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ ৪ জন আহত হয়েছে। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় পাথরের আঘাতে জয়নাল নাকে পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে সরোয়ার হোসেন টিপু এন্টার প্রাইজের পক্ষে স্থানীয় আওয়ামীলীগ নেতা আরিফের নেতৃত্বে একদল লোক মনতলা ইজারা বর্হিরভুত গোবিন্দপুর মৌজার আখালিয়া এলাকা থেকে বালু উত্তোলন করতে যায়। এ সময় সাহা ব্রাদার্সের পক্ষে জাপা নেতা শানু মিয়া তার লোকজন নিয়ে আরিফ মিয়ার লোকজনকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এ সময় আরিফের ভাই আনিছ শারীরিক ভাবে লাঞ্ছিত হয়। এ সংবাদ উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনতলা রেল লাইনের উপর শত শত লোক মুখোমুখি অবস্থান নেয়। এ খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ২০ রাউন্ড শর্ট গানের গুলি ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমীন জাহান ও সহকারী কমিশনার (ভুমি) সফিউল্লাহ ঘটনাস’লে যায়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।স্থানীয় ভুমি অফিস সুত্রে জানা গেছে, এখনও কোন ইজারাদার গ্রহিতাকে বালু উত্তোলনের কার্যদেশ দেওয়া হয়নি।
মাধবপুরে বালু মহাল নিয়ে আওয়ামীলীগ-জাতীয় পার্টির সংঘর্ষে পুলিশসহ আহত ৪
Wednesday, April 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment