আমাদের সিলেট ডটকম:
টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিলেট ক্রিকেট স্টেডিয়াম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। বিশ্বকাপের সিলেট ভেন্যুতে অংশ নেওয়া দলগুলো প্রকৃতির কোলে গড়ে উঠা এই মাঠের সৌন্দর্য, উইকেট-আউটফিল্ডে যেমন মুগ্ধ তেমনি আইসিসি সভাপতিও সিলেট মাঠ পরিদর্শন করে সবকিছুর প্রশংসা করে গেছেন। সকল দিক বিবেচনায় সিলেট ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের সেরা সাত স্টেডিয়ামে স্থান করে নিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সহ সকল মহলের সহযোগিতায় আইসিসির মেগা ইভেন্ট টি-টুয়েন্টি বিশ্বকাপ সিলেটে সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সিলেট ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। লিখিত বক্তব্যে বলা হয়, সিলেটে খেলোয়াড়দের নিরাপত্তা, মাঠ ও স্টেডিয়ামের সুযোগ-সুবিধা, মাঠের সৌন্দর্য,স্থানীয় দর্শকদের সমর্থন সহ সবকিছুরই ভূয়সী প্রশংসা করেছেন অতিথি দলগুলোর খেলোয়াড়-কর্মকর্তারা। আইসিসির নিরাপত্তা কর্মকর্তারা সিলেটে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে বলেছেন এই উপমহাদেশের মধ্যে চৌকস,দক্ষ এবং বন্ধুবৎসল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। সংবাদ সম্মেলনে সিলেট ক্রিকেট স্টেডিয়াম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও জানিয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা শীঘ্রই ১৪ হাজার থেকে বাড়িয়ে ২৪ হাজারে উন্নীত করা, আট একর জায়গার উপর আউটার স্টেডিয়াম নির্মাণ, স্টেডিয়ামের নিরাপত্তা প্রাচীর আরো উঁচু করা, স্টেডিয়ামের খালি জায়গায় পরিকল্পিত বৃক্ষরোপণ এবং এলজিইডির মাধ্যমে ডিসপেনসারী রোড (২নং গেইট) পাকা করা। সংবাদ সম্মেলনে জানানো হয়, কলকাতার ইডেন গার্ডেনের আদলে দ্বিতল স্টিল স্ট্রাকচার গ্যালারী বানিয়ে সিলেট মাঠের দর্শক ধারণ ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব হেলাল উদ্দিন আহমদ, সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ কোরেশী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শুমায়েদ নূরী জুয়েল ও মারিয়ান চৌধুরী মাম্মি।
বিশ্বের সেরা সাতে সিলেট ক্রিকেট স্টেডিয়াম ইডেনের আদলে হচ্ছে দ্বিতল গ্যালারী
Wednesday, April 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment