আমাদের সিলেট ডটকম:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। এই ধারা অব্যাহত রেখে দেশের শানি-, সমৃদ্ধি ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে অসামপ্রদায়িক চেতনায় দেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট রত্ন ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মানবকণ্ঠের সম্পাদক জাকারিয়া খান চৌধুরী, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের পরিচালক মাহতাবুর রহমান নাসিম, পূবালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ব্যাবস’াপনা পরিচালক ইশতিয়াক আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট রত্ন ফাউন্ডেশনের মহাসচিব টিএইচএম জাহাঙ্গীর এইচএম রুহুল আলম চৌধুরী মিলটন, আফজাল হোসেন।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে এখন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ শানি-তে বসবাস করছে। সর্বক্ষেত্রে এখন স্বাভাবিক অবস’া বিরাজ করছে। এই ধারা অব্যাহত রেখে দেশ অভিষ্ঠ লক্ষে পৌঁছাতে না পারলে সবার পরিশ্রম বৃথা যাবে। তিনি বলেন, যে রাজনীতি রাস-াঘাটে, হাটে-বাজারে মানুষের জীবন ধ্বংস করে তা রাজনীতি নয়। তাই দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে সবাইকে এক হতে হবে। সিলেটের জন্য দলমত সবকিছুর উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে পরিবর্তনের হাওয়া বইছে -অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
Friday, April 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment