জৈন্তা ডিএস মাদ্রাসা সুপারের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও অর্থ
আত্মসাতসহ নানা অভিযোগ একাধিক তদন্তে প্রমাণিত
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তা দারুছ ছুন্নাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার (ডিএস মাদ্রাসা) সুপারের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ উঠেছে। প্রশাসনিকভাবে গঠিত একাধিক তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে উঠে এসেছে তার কুকর্মের বিবরণ। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের তহবিলকে শূন্যের কোঠায় নিয়ে গেছেন।
২০১৩ সালের আগস্ট মাসে এই মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপার ফয়জুর রহমান চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে তিনি সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
ফয়জুর রহমান চৌধুরী ২০১০ সালের জুলাই মাসে জৈন্তা ডিএস মাদ্রাসার সুপার হিসেবে যোগদান করেন। এর সাথে সাথে শুরু হয় তার অপকর্ম। তিনি বেপরোয়াভাবে অনিয়ম ও দুর্নীতি চালাতে থাকেন। এসব প্রাথমিকভাবে ধরা পড়ার পর প্রশাসনের উদ্যোগে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
No comments:
Post a Comment