বিশ্বনাথে ১৮ জন গ্রেফতার

Wednesday, April 16, 2014

আমাদের সিলেট ডটকম:

বিশ্বনাথ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৮ জন কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেনের নেতৃত্ব অভিযানে ছিলেন থানার এস.আই, এ.এস.আইসহ কনষ্টেবলরা। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মৌজপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র জমির আলী (২৮), লামারচক গ্রামের তেরাই মিয়া পুত্র সেলিম আহমদ (২৮), পাঠাকইন গ্রামের আনহার আলীর পুত্র নাজিমউদ্দিন (৩০), একই গ্রামের আনফর আলীর পুত্র মাফিক আলী (৪৩), নাজিমউদ্দিনের স্ত্রী পিংকি (২৮), হায়াতেরগাঁও গ্রামের আরবাছ আলীর পুত্র আব্দুন নূর (৪৫), শেখেরগাঁও গ্রামের খলিল মিয়ার পুত্র কালা মিয়া (৫০), দশপাইকা গ্রামের ইলয়াছ আলীর পুত্র কবির হোসেন (৩৫), সিজুল মিয়া (৪০), বাইশঘর গ্রামের মৃতঃ দুদাই আলীর পুত্র আহাদ আলী, একই গ্রামের আজমান আলীর পুত্র মুসক আলী, মান্দারুকা গ্রামের মৃতঃ মনু মিয়ার পুত্র আব্দুল্লাহ, বেতসান্ধি গ্রামের মৃতঃ ইছব আলীর পুত্র লুৎফুর রহমান ওরফে ছোট মিয়া (২৮), পুরান সৎপুর গ্রামের ছান্নিম মিয়া পুত্র আলম (২৫), একই গ্রামের এলকাছ আলী ওরফে দুলা মিয়ার পুত্র আলা মিয়া (২৪), এলকাছের পুত্র তোলা মিয়া (২৮), ইছমত উল্লাহ’র পুত্র এলকাছ আলী ওরফে দোলা মিয়া (৫৫)।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ১৮ জনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অভিযানে সিলেট থেকে আগত ও থানার সব অফিসার অভিযানে ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License