আমাদের সিলেট ডটকম:
সিলেট জেলা বিএনপি’র নয়া আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতরাতে এডভোকেট নূরুল হককে আহবায়ক করে নয়া এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বলে দলের একটি সূত্র জানিয়েছে। কমিটিকে ৪৫ দিনের উপজেলা সম্মেলন করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে দলের চেয়ারপার্সনের সাথে বৈঠকের পর আহবায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ। কমিটির যুগ্ম আহবায়করা হলেন-সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, এডভোকেট আব্দুল গাফ্ফার, আবুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, এডভোকেট সামসুজ্জামান জামান, আব্দুল মান্নান ও এমরান আহমদ চৌধুরী। এছাড়া, ২০০৯ সালের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ, জেলার আওতাধীন পৌরসভার বিএনপি সমর্থিত মেয়রবৃন্দ এবং থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে বলে দলের একটি সূত্র জানিয়েছে। আহবায়ক কমিটির একাধিক সদস্যের সাথে আলাপ করে এ তথ্য জানা গেছে। এ ব্যাপারে দলের যুগ্ম মহাসচিব সালা উদ্দিন আহমদের সাথে সেলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এর আগে সিলেট জেলার নেতাদের সাথে আলাদা বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের যুগ্ম মহাসচিববৃন্দ। মঙ্গলবার রাত পৌনে নয় টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে খালেদা জিয়া সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে দলের নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে কেবল আওয়ামী ‘দু:শাসনে’র জবাব দেয়া সম্ভব। বৈঠকে সিলেট জেলা, উপজেলা ও পৌর বিএনপির ১৮টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১টি সাংগঠনিক কমিটির প্রায় ৭০ জন নেতা যোগ দিয়েছেন। এর আগে মঙ্গলবার বিকালে তৃণমূল নেতাদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ । সেখানে সিলেটে বিএনপির সাংগঠনিক অবস্থা ও আগামী দিনের আন্দোলন সংগ্রামের বিষয়ে আলোচনা হয়।
খালেদা জিয়ার সাথে নেতৃবৃন্দের বৈঠক: এডভোকেট নূরুল হককে আহবায়ক করে সিলেট জেলা বিএনপি’র নয়া আহবায়ক কমিটি গঠন
Tuesday, April 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment