ভারতকে একতরফা বিদ্যুত করিডোর প্রদান ও তিস্তা সহ আন্তর্জাতিক নদী গুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে পুলিশের হামলা ও গুলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর শিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু, সেক্রেটারী আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মাশুক আহমদ বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নগ্ন হামলা প্রমান করে দেশে আজ গণতন্ত্র বিলুপ্তপ্রায়। বর্তমান অবৈধ সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার রূপে ব্যবহার করছে। বিরোধী দল এবং মতকে গলাটিপে হত্যার মাধ্যমে তারা ক্ষমতা চীরস্থায়ী করতে চায়। তাদের এজেন্ডা বাস্তবায়নে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকেই তাদের প্রধান টার্গেট হিসেবে ধরে নিয়েছে। আমরা হুশিয়ার করে বলতে চাই, সরকারের ফ্যাসিবাদী আচরণ আর পুলিশের ধারাবাহিক বর্বরতা ধৈর্য্যরে সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরকারকে খুশি করতে আইনের পোষাক পরে বেআইনি হামলা অব্যাহত থাকলে কর্মসূচি শান্তিপূর্ণ থেকে প্রতিরোধ কর্মসূচিতে রুপ নেবে। আর তখন যেকোন পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে।
তিনি ভবিষ্যতে শান্তিপূর্ণ কর্মসুচিতে এ ধরনের বর্বর হামলা থেকে বিরত থাকতে প্রশাসনের প্রতি আহবান জানান।
নগর জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ও গুলির তীব্র নিন্দা ও প্রতিবাদ মহানগর শিবিরের
Wednesday, April 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment