অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ: ঢাকা মেট্রোর বিপক্ষে সিলেটের ২১১ রানের বিশাল জয়

Saturday, April 19, 2014

আমাদের সিলেট ডটকম:

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে সিলেট অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল। বরিশাল বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ২১১ রানের জয় তুলে নেয় সিলেট। শনিবার ম্যাচের শেষ দিনে সিলেট অনুর্ধ্ব-১৮ দলের বোলার কামর্বল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ঢাকা মেট্রো তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৬ রানে অলআউট হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

৪ উইকেটে ৯৮ রান নিয়ে দিনের খেলা শুর্ব করে ৮ উইকেটে ১৭৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সিলেট। সর্বোচ্চ ৪১ রান আসে আসাদুলৱাহ আল-গালিবের ব্যাট থেকে। অধিনায়ক ফাহাদ হাসান ৩৭ ও তানিল মাহমুদ ৩৪ রান করেন। ঢাকার পক্ষে নাজমুল হোসেন ৩ উইকেট নেন ১৭ রানে। জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও কামর্বল ইসলাম ও কামিল আহমেদের মারাত্মক বোলিংয়ে ৭৬ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো। এর আগে প্রথম ইনিংসে ১১১ রান করে তারা। সর্বোচ্চ ৩৯ রান করা সাকিব মুরাদ ছাড়া ঢাকার আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। প্রথম ইনিংসে ৩৯ রানে ৫ উইকেট নেয়া কামর্বল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন মাত্র ২১ রানে। ৬০ রানে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কামর্বল। দলের এই সাফল্য প্রসঙ্গে সিলেট অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের ম্যানেজার র্বয়েদুর রহমান চৌধুরী মনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। দলের প্রতিটি খেলোয়াড় ভালো খেলেছেন। বোলিং-ব্যাটিং খুবই ভালো করেছে ছেলেরা। সকলের সমন্বিত প্রয়াসেই এই জয়। আমরা সকলের দোয়া প্রার্থী।‘ সিলেট অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল তাদের দ্বিতীয় ম্যাচে ২২ এপ্রিল রংপুরের মুখোমুখি হবে। গত বছরগুলির মতো এবারও সিলেট অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে সিলেট ক্যাবল সিস্টেম লিঃ (এসসিএস)।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License