আমাদের সিলেট ডটকম:
ছাতকে ডাকাত ও পুলিশের গুলি বিনিময়ের ঘটনায় থানার ওসিসহ ১০পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার গভীর রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের বোকার ভাঙ্গা নামকস্থানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ডাকাত রাজুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজু বিশ্বনাথের নধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, ছাতক, বিশ্বনাথ ও দক্ষিণ সুনামগঞ্জ থানার একাধিক ডাকাতি মামলার আসামি ডাকাত সর্দার রাজু ওরফে মোশাহিদকে জামালগঞ্জের একটি টেলিফোন সেন্টার থেকে রোববার গভীর রাতে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী ওসি শাহজালাল মুন্সির নেতৃত্বে একদল পুলিশ সোমবার গভীর রাতে ডাকাতির লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধারে ডাকাত রাজুকে সাথে নিয়ে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূঁইগাঁও’র উদ্দেশ্যে রওয়ানা দেয়। পুলিশের গাড়ি সিলেট-সুনামগঞ্জ সড়কের বোকার ভাঙ্গা নামকস্থানে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সহযোগি ডাকাতরা রাজুকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে সহযোগিদের গুরিতে ডাকাত সর্দার রাজু ওরফে মোশাহিদ গুলিবিদ্ধ হয়। এদিকে পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলাগুলির এক পর্যায়ে ডাকাতদের ছুড়া গুলিতে রাজু ডাকাত গুরুতর আহত হয়। এ সময় ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি, এসআই মুর্শেদ, এসআই হারুন অর-রশিদ, এসআই সাইফ উল্লাহ, এসআই নাজমুল, এসআই গোলাম মোস্তফা, কনেষ্টেবল মনির হোসেন, আবদুর রহিম, আল-ইমরান, রব্বানী, রঞ্জিত দাস আহত হন। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া ১টি পাইপগান, ৪টি তাজা ককটেল, একাধিক গুলি খোসা, ২টি রামদা, ১টি কিরিচসহ ককটেল বিষ্ফোরিত উপাদান উদ্ধার করে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুুন্সি জানান, রাজু ওরফে মোশাহিদ আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে ছাতক থানায় অর্ধডজন ডাকাতি মামলাসহ দক্ষিণ সুনামগঞ্জ ও বিশ্বনাথে একাধিক মামলা রয়েছে।
ছাতকে পুলিশের সাথে ডাকাতদের গুলি বিনিময় ১০ পুলিশ আহত গ্রেফতার ১
Tuesday, April 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment