আমাদের সিলেট ডটকম:
ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদ এর নেতৃবৃন্দের সাথে রোববার পহেলা বৈশাখের নামে ইসলামী বিরোধী কার্যকলাপ বন্ধের দাবীতে সংগঠনের সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদীর নেতৃত্বে প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠক হয়।
মেট্টোপলিটন পুলিশ কমিশনারে কার্যালয়ে দুপুরে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ প্রশাননের পক্ষে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ কমিশনার এস.এম রুকন উদ্দিন, ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ) এজাজ আহমদ ও এডিশনাল এসপি মোঃ রহমত উল্লাহ। বৈঠকে সম্মিলিত সংগ্রাম পরিষদের পক্ষে শায়খুল হাদীস মাওলানা আব্দুল মতিন ধনপুরী, মাওলানা আছলাম রহমানী, প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, হাফিজ মাওলানা নওফল আহমদ, মাহবুবুর রহমান খালেদ আলোচনা অংশ গ্রহণ করেন।
পুলিশ প্রশাসন ও সম্মিলিত সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে আলাপ-আলোচনার পর পুলিশ প্রশাসন জানান, কোন অবস্থাতেই সিলেটে পহেলা বৈশাখ উদযাপন কালে কোন প্রকার ইসলাম বিরোধী কার্যকলা করতে দেয়া হবে না। এ বিষয়ে প্রশাসন সতর্ক দৃষ্টি রাখবে।
এর আগে পহেলা বৈশাখের নামে ইসলামী বিরোধী কার্যকলাপ বন্ধের দাবীতে ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদ এর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদীর নেতৃত্বে পরষদের নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এর নিকট স্মারক লিপি প্রদান করেন।
উল্লেখ্য, ১৪ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী নগরীর কোর্ট পয়েন্টে পহেলা বৈশাখ উদযাপনের যে কর্মসূচী ঘোষণা করা হয়েছে প্রশাসনের অনুরোধ স্থান পরিবর্তন করে নিজ নিজ প্রতিষ্ঠানে বৈশাখী অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পহেলা বৈশাখের নামে ইসলামী বিরোধী কার্যকলাপ বন্ধে প্রশাসনের সাথে বৈঠক
Sunday, April 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment