আমাদের সিলেট ডটকম: ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড় দেয়ার অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপ যাত্রা। ফিফার গভর্নিং বডি ইতিমধ্যেই বিষয়টি আমলে নিয়েছে। তার শাস্তি হতে পারে ২৪ ম্যাচ অথবা দুই বছর নিষিদ্ধ।
মঙ্গলবার রাতে ইতালির বিপক্ষে ম্যাচে জর্জো কিয়েলিনিকে কামড়ানোর অভিযোগ ওঠে সুয়ারেজের বিরুদ্ধে। জর্জো কিয়েলিনি অভিযোগ করেন তার বাম কাঁধে কামড় দিয়েছে সুয়ারেজ। অন্যদিকে সুয়ারেজ দাবি করেন, কিয়েলিনি তাকে আচমকা ধাক্কা দিয়েছে।
টেলিভিশনে দেখা যায়, ঘটনার পরে কিয়েলিনি কামড়ে চিহ্ন দেখানোর জন্য রেফারির কাছে যেতে চায়। কিন্তু উরুগুয়ের খেলোয়াড়রা তার ক্ষত চিহ্ন জার্সি দিয়ে ঢেকে দেন। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখাননি মেক্সিকান রেফারি।
এর আগেও এই লিভারপুল তারকার বিরুদ্ধে কামড়ানোর অভিযোগ আছে। ২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় সার্বিয়ার ফুটবলার ইভানোভিচকে কামড় দেয়ায় ১০ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হচ্ছেন সুয়ারেজ
Wednesday, June 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment