আমাদের সিলেট ডটকম:
নগরীর জিন্দাবাজারে ছাত্রশিবিরের মিছিল ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় মিছিল লক্ষ্য করে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।পুলিশের গুলিতে স্প্লিনটার বিদ্ধ হয়ে ছাত্রশিবিরের ৫ কর্মী আহত হয়েছেন বলে দাবী করেছে শিবির। আজ রাত পৌনে ৮টার দিকে পূর্ব জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জামায়াত নেতা ফখরুল ইসলামের মুক্তির দাবীতে ডাকা আগামীকালের হরতালের সমর্থনে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা মার্কেটের সামনে থেকে মিছিল বের করে সিলেট মহানগর ছাত্রশিবির। মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করে পূর্ব দিকে ওয়াহিদ ভিউ মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে।এ সময় মিছিল লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। পুলিশী ধাওয়ার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় স্প্লিনটার বিদ্ধ হয়ে ছাত্রশিবিরের ৫ কর্মী আহত হয়েছেন বলে দাবী করেছেন ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু।
জামায়াতের ডাকা অর্ধ দিবস হরতালের সমর্থনে মহানগর শিবিরের মিছিল-সমাবেশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু বলেছেন- বর্তমান অবৈধ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে বিরোধীদলীয় নেতৃবৃন্দদের গ্রেফতারের পথ বেছে নিয়েছে। সারা দেশে সরকারি দলের সন্ত্রাসীরা হত্যা, গুম, খুন, অপহরণ, ছিনতাই করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাচ্ছে। অথচ সরকার তাদের গ্রেফতার করার পরিবর্তে অন্যায়ভাবে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। সরকারের এ দ্বৈত নীতির কারণেই দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অবিলম্বে এই গ্রেফতার এবং হয়রানি বন্ধ না করলে সরকারকে এর চরম মাশুল দিতে হবে।
সিলেটে জামায়াতের ডাকা অর্ধ দিবস হরতালের সমর্থনে রোববার নগরীতে মহানগর শিবিরের মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। নগর সেক্রেটারী মু.আব্দুর রাজ্জাকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাশুক আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান, প্রচার সম্পাদক সালেহ মু.ফয়সাল প্রমুখ।
এসময় তিনি অবিলম্বে জামায়াত নেতা ফখরুল ইসলামকে মুক্তির দাবী জানান। অন্যথায় সিলেটের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এর দাঁত ভাঙ্গা জবাব দেবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
শান্তিপূর্ণ মিছিলে পেছন দিক হতে পুলিশের হামলার নিন্দা:
হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলের শেষ পর্যায়ে পুলিশের নগ্ন হামলার নিন্দা জানিয়েছেন মহানগর শিবির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ প্রশাসনের এই বাড়াবাড়ি মূলক আচরণের তীব্র নিন্দা জানান। প্রশাসনকে জনগনের ভাষা বুঝার আহবান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ মিছিল শেষে পুলিশের হামলা সিলেটবাসীকে হতবাক করেছে। এধরনের অতিউত্সাহী আচরণ বন্ধ না করলে সিলেটবাসী আগামীতে তার উপযুক্ত জবাব দিবে।
No comments:
Post a Comment