আমাদের সিলেট ডটকমঃ
সিলেটের দক্ষিণ সুরমায় স্কুল ছাত্রী অপহরনের ৫দিন হলেও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১৯ জুন দুপুরে লালাবাজার স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্রী লিপি রাণী চন্দ (১৬) স্কুলে পরিৰা দিয়ে বাসায় ফিরার পথে সে অপহৃত হয়। সে লালাবাজারের বাসিন্দা ব্যবসায়ী দিনেন চন্দের কন্যা। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা দিনেন চন্দ বাদি হয়ে একই এলাকার আহাদ মিয়ার পুত্র অপহরক মুদির দোকানদার মোঃ জাবেদ আহমদ (২০)কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দৰিণ সুরমা থানায় একটি (অপহরন) মামলা দায়ের করেন। নং- ১৮ (২৫-০৬-১৪)।
মামলা সুত্রে জানা গেছে, দিনেন চন্দের লালাবাজার বাসার সামনে জাবেদের মুদির দোকান হওয়ায় জাবেদ ২ বছর ধরে স্কুলে যাওয়া আসার পথে লিলিকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি লিপি তার পরিবারকে জানায়। পরে উত্যক্তকারী জাবেদের পিতার কাছে বিষয়টি অবগত করলেও সে লিপিকে জোরপুর্বক অপহরন করে নিয়ে যাওয়ার তার পরিবারকে হুমকী-দমকী দিতে থাকে। ঘটনার দিন সকাল ১০ টায় লিপি তার স্কুলে পরিৰা দিতে যায়। সেখানে সে যথারীতি পরিৰা দিয়ে ওইদিন দুপুর দেড় টার দিকে স্কুল থেকে বাসায় ফিরার পথে জাবেদ আহমদ তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এদিকে, লিপি পরিৰা দিয়ে স্কুল থেকে বাসায় ফিরতে আসতে না দেখে তার পরিবারের লোকজন সম্ভব্য সকল স্থানে তাকে খোঁজাখুজি করে পাননি। পরে জাবেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে সে অপহরনের বিষয়টি জানায় এবং কোথায় আছে তার কোন সঠিক স্থানের না বলে লাইন কেটে দেয়। পরে এ ঘটনায় বাধ্য হয়ে দিনেন চন্দ মুদির দোকানদার জাবেদ আহমদকে আসামী করে দৰিণ সুরমায় থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ এখণ পর্যন্ত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।
দৰিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরসালিন জানান, এ ঘটনায় বুধবার ভিকটিমের পিতা বাদি হয়ে অপহরন জাবেদকে আসামী করে মামলা দিয়েছেন। এ মামলার প্রেৰিতে পুলিশ মোবাইল ট্রাকিং এর মাধ্যমে স্কুল ছাত্রী ভিকটিম লিপি রাণীকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।
৫ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী, পিতার অপহরন মামলা দায়ের
Wednesday, June 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment