আমাদের সিলেট ডটকমঃ
দক্ষিণ সুরমায় এক কিশোরী শ্লীলতাহানির শিকার হয়েছে। মেয়েটির নাম নূরজাহান আক্তার (২৮)। সে ঢাকা মীরপুর ০৪ নং রোডের ৭ নং সেকশনের ২৪৪ নং বাসার আতাউর রহমানের মেয়ে।
জানা যায়, সিলেট হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করার জন্য গত ২১ জুন শনিবার রাতে মেয়েটি ঢাকা থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে নামে। গাড়ী থেকে নেমে শাহজালাল (রঃ) এর মাজারের উদ্দেশ্যে পায়ে হেটে রওয়ানা হয় মেয়েটি। পূরাতন রেলষ্টেশনের রাস্তার সম্মুখে যাওয়া মাত্র ২ বখাটে যুবক তার গতিরোধ করে এবং ফুসলিয়ে তাকে বাবনা রোডস’ আল-আমিন ভিডিও এর দোকানে নিয়ে যায়। যাওয়ার পর জোরপূর্বক ভাবে ঐ মেয়েটির নগ্ন ছবি উঠায় তারা। এতে মেয়েটি বাধা আপত্তি করিলে বিভিন্ন ধরণের ভয় ভীতি দেখায় ঐ ২ যুবক। তারপর সারারাত মেয়েটিকে বন্দি করে রাখে ঐ ভিডিও দোকানে। মেয়েটি কৌশলে তার ভাইকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানালে মেয়েটির ভাই ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে দৰিণ সুরমা থানায় বিষয়টি জানায়। তারপর দৰিণ সুরমা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই শফিকুল ইসলাম খান ও এএসআই উৎপল সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার বেলা ১২ টার সময় ঘটনাস্থলে গিয়ে ঐ ভিডিও দোকানের সাটার লাগানো পেয়ে সাটার তুলে দোকানের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার ও দোকানে থাকা দৰিণ সুরমা থানার গুপশহরের বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে ভিডিও দোকানের মালিক আল-আমিন (৩৫) কে আটক করে পুলিশ। আল আমিনের সহেযাগী জুয়েল এর আগেই পালিয়ে যায়। পালিয়ে যাওয়া জুয়েল বালাগঞ্জ থানার সুলতানপুর গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে বর্তমানে খোজার খলার আতাউর রহমানের বাড়ীর ভাড়াটিয়া। এ ব্যাপারে দৰিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন জানান, মেয়েটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে। মেয়েটির ভাই ঢাকা থেকে আসার পর মামলার প্রস্তুতি নেওয়া হবে।
দক্ষিণ সুরমায় কিশোরী স্লীতাহানির শিকার আটক- ১
Sunday, June 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment