অবশেষে নিজের নামের প্রতি সুবিচার করলেন সুইজারল্যান্ডের তারকা মিডফিল্ডার জিহার্দান শাকিরি। হন্ডুরাসের বিপক্ষে বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডারের হ্যাটট্রিকের সুবাদে ৩-০ গোলে জয়ী হয়ে শেষ ষোলতে উঠেছে সুইসরা। যদিও নক আউট পর্বে তাদের লিয়নেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
চার বছর আগে মধ্য আমেরিকার এই দেশটির বিপক্ষে গোলশুন্য ড্র করে সুইজারল্যান্ডের নক আউট পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এবার আর তার পুনরাবৃত্তি হতে দেননি শাকিরি। প্রথামার্ধে তার দেয়া দুই গোলেই মূলত সুইসদের শেষ ষোল নিশ্চিত হয়ে যায়। কোচ লুইচ সুয়ারেজের দল যদিও পুরো ম্যাচেই লড়াই করেছে। তবে শাকিরির তৃতীয় গোলের সাথে সাথে হন্ডুরাসের সব আশা শেষ হয়ে যায়। এই ম্যাচে আসার আগে অবশ্য ই-গ্র“প থেকে ইকুয়েডরের সাথে সমান তিন পয়েন্ট নিয়ে ফ্রান্সের থেকে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ছিল ওটমার হিটসফিল্ডের দল । এই ম্যাচে জিততে পারলেই শেষ ষোলতে যাওয়া নিশ্চিত হবে, এই সমীকরনকে সামনে রেখেই মানাউসের এরিনা এ্যামাজোনিয়ায় হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা সুইজারল্যান্ড। ম্যাচের শুরুতেই আক্রমন থেকে এগিয়ে যাবার সুযোগও সৃষ্টি করেছিল। তরুন ফরোয়ার্ড জোসিপ ড্রিমিকের সেন্টার থেকে শাকিরির শট হন্ডুরাসের গোলরক্ষক নোয়েল ভালাডারেস আটকে দেন। তবে ৬ মিনিটে গোল এরিয়ার সামান্য বাইরে থেকে বাম পায়ের জোড়ালো শটে ভালাডারেসকে পরাস্ত করেন শাকিরি। গোলপোস্টের টপ কর্ণার দিয়ে বলটি জালে প্রবেশ করলে এগিয়ে যায় লাল জার্সিধারীরা। আগের দুই ম্যাচে পরাজিত হন্ডুরাস অবশ্য এরপরে বেশ কিছুক্ষন বল নিজেদের নিয়ন্ত্রনে রেখেছিল। কিন্তু সুইস গোলরক্ষক দিয়েগো বেনাগলিওকে পরাস্ত করা ছাড়া সবকিছুই তারা করেছে। উল্টো ৩১ মিনিটে দারুন এক দ্রুতগতির কাউন্টার এ্যটাকার থেকে সুইজারল্যান্ড ব্যবধান দ্বিগুন করে। মধ্যমাঠে ভিক্টর বারনারডেজ একটি ভুল করে বসলে ড্রিমিক বল নিয়ে সামনে ছুঁটে যান। আগুয়ান শাকিরির দিকে বল বাড়িয়ে দিলে বায়ার্নের এই তারকার সামনে গোলরক্ষক ছাড়া আর কেউই ছিলেন না। নোয়েলের বাম দিক দিয়ে বল জালে জড়াতে কোন ভুল করেননি এই মিডফিল্ডার।
১৯৫৪ সালের পরে প্রথম কোন সুইস খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে একের অধিক গোল করার কৃতিত্ব দেখালেন শাকিরি।
বিরতির পরে হন্ডুরাস কিছুটা ছন্দ ফিরে পেলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। স্ট্রাইকার জেরি বেংস্টন একটি ডাইভিং হেডের চেষ্টা করলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন। এরপর বেংস্টন সুইস গোলরক্ষককে পরাস্ত করলেও গোল-লাইনের উপর থেকে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার রিকার্ডো রডরিগুয়েজ। ১৫ মিনিট পরে আবারো লাইনের উপর থেকে বল ক্লিয়ার করেন সুইস ডিফেন্ডার ফাবিয়ান শায়ের। অবশেষে ৭১ মিনিটে মূলত সুইসরা পুরো ম্যাচের উত্তেজনা শেষ করে দেয়। আবারো বাম দিক থেকে ড্রিমিকের সহায়তায় শাকিরি দারুন এক ফিনিশিংয়ের মাধ্যমে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
এবার নিয়ে দশমবারের মত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা সুইজারল্যান্ড ১৯৫৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলেছিল। আগামী মঙ্গলবার শেষ ষোলর লড়াইয়ে সাও পাওলেতে তারা টপ ফেবারিট আর্জেন্টিনার মুখোমুখি হবে।
শাকিরির হ্যাটট্রিকে শেষ ষোলতে সুইজারলান্ড
Thursday, June 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment