আমাদের সিলেট ডটকম: ইরানের বিপক্ষে আর্জেন্টিনা সৌভাগ্যক্রম ও কপালগুণে জিতেছে বলে মনে করছেন অধিনায়ক লিওনেল মেসি। শনিবার শক্তিশালী আর্জেন্টিানে প্রায় রুখে দিয়েছিল ইরান। ৯০ মিনিট পর্যন্ত আর্জেন্টিরা আক্রমণভাগর সামনে চীনের প্রাচীর হয়ে ছিল ইরানের রক্ষণভাগ। রাব কয়েক আর্জেন্টিনার রক্ষণভাগে চিড় ধরিয়ে ইরানিরা কাঁপিয়ে দেয় দক্ষিণ আমেরিকার দেশটিকে। নির্ধারিত ৯০ মিনিটেও ইরানের রক্ষণভাগকে ফাঁকি দিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। কিন্তু ইনজুরি টাইমের প্রথম মিনিটে ২০ গজ দূর থেকে দৃষ্টিনন্দন এক গোলের মাধ্যমে আর্জেন্টিনার মান বাঁচান বার্সেলোনার তারকা লিওনেল মেসি। আর ইরানের বিপক্ষের এ জয়টিকে কপালগুণ বলছেন অধিনায়ক মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যক্রমেই এই জয়টি পেয়েছি। আমাদের আরও উন্নতি করতে হবে।’ নিজেদের পারফর্মেন্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন মেসি। বলেন, ‘ইরানের চেয়ে আমাদের দলের শক্তি অনেক বেশি। কিন্তু আমরা যে পারফর্মেন্স দেখিয়েছি সেটা মোটেও যথেষ্ঠ নয়।’ তবে ইরানের প্রশংসা করতে কার্পণ্য করেননি মেসি। বলেন, ‘ইরান দারুণভাবে আমাদের আক্রমণ সামাল দিয়েছে। ওদের রক্ষণভাগে গিয়ে আামদের জায়গা করে নিতে সত্যিই অনেক কঠিন ছিল। তারপর আমরা সুযোগ তৈরি করে তা কাজে লাগাতে পারিনি।’ অন্যদিকে আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরোও এ জয়কে ভাগ্যক্রম মনে করছেন। তিনি মেসির প্রশংসা করে বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে, তিনি শেষ পর্যন্ত বামনের (মেসি) হাত ধরে আমেদের জয় দিয়েছেন।’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment