শনিবার থেকে শুরু হচ্ছে নকআউট পর্ব

Friday, June 27, 2014

আমাদের সিলেট ডটকম :শনিবার থেকে শুরু হচ্ছে ব্রাজিল বিশ্বকাপের নকআউট পর্ব। অর্থাৎ হারলেই বিদায়। এর আগে শুক্রবার রাতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হলো গ্রুপ পবের্র যুদ্ধ। বিশ্বকাপে মোট ৩২টি দল অংশ নিলেও গ্রুপ পবের্র লড়াইয়ে ছাঁটাই হয়ে গেছে ১৬টি দল। আর বাকি ১৬টি দল খেলবে ২য় রাউন্ডের ‘ডু অর ডাই’ ম্যাচ। গ্রুপ পর্ব জয়ী হয়ে নকআউটে জায়গা করে নেয়া ষোলোটি দলের প্রত্যেকেরই লক্ষ্য শেষ ৮ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠা। প্রসঙ্গত গত ১২ জুন সাও পাওলো স্টেডিয়ামে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্যদিয়ে গ্রুপ পবের্র লড়াই শুরু হয়। সেরা ষোলোয় ওঠার এ লড়াই শেষ হয়েছে ২৬ জুন বৃহস্পতিবার। এদিকে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, ইংল্যান্ড ও স্পেনকে। এছাড়াও বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া, ক্যামেরুন, অস্ট্রেলিয়া, আইভরি কোস্ট, জাপান, ইকুয়েডর, হন্ডুরাস, বসনিয়া-হার্জেগোভিনা, ইরান, পর্তুগাল, ঘানা, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াকে।


২য় রাউন্ডে উঠা ১৬টি দল


এ গ্রুপ থেকে শেষ ষোলোয় স্থান করে নিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে স্বাগতিক ব্রাজিল ও রানারআপ হিসেবে মেক্সিকো। বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় জায়গা হয়েছে নেদারল্যান্ডস এবং রানারআপ হয়েছে হিসেবে চিলি। গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোকে উঠে এসেছে কলম্বিয়া এবং রানারআপ হয়ে গ্রিস। ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় স্থান করে নিয়েছে চমকে দেয়া কোস্টারিকা ও রানারআপ হয়েছে উরুগুয়ে। এবারের বিশ্বকাপের ই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে উঠে এসেছে ফ্রান্স এবং রানারআপ হিসেবে এসেছে সুইজারল্যান্ড। গ্রুপ এফ থেকে চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে আর্জেন্টিনা ও রানারআপ হিসেবে এসেছে নাইজেরিয়া। জি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন শেষে হয়েছে জার্মানি ও রানারআপ যুক্তরাষ্ট্র। আর সর্বশেষ গ্রুপ এইচ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেরা ষোলোয় স্থান করে নিয়েছে বেলজিয়াম ও রানারআপ হয়েছে আলজেরিয়া।


দ্বিতীয় রাউন্ডের সময় সূচী


৪৯. ২৮ জুন শনিবার- রাত ১০টা- ব্রাজিল : চিলি- বেলো হরিজনে-


৫০. ২৮ জুন শনিবার- রাত ২টা- কলম্বিয়া : উরুগুয়ে- রিও দে জেনেইরো


৫১. ২৯ জুন রবিবার- রাত ১০টা- নেদারল্যান্ডস : মেক্সিকো- ফরতালেজা


৫২. ২৯ জুন রবিবার- রাত ২টা- কোস্টা রিকা : গ্রিস- রেসিফি


৫৩. ৩০ জুন সোমবার- রাত ১০টা- ফ্রান্স : নাইজেরিয়া- ব্রাজিলিয়া


৫৪. ৩০ জুন সোমবার- রাত ২টা- জার্মানি : আলজেরিয়া- পোর্তো আলেগ্রে


৫৫. ১ জুলাই মঙ্গলবার- রাত ১০টা- আর্জেন্টিনা : সুইজারল্যান্ড- সাও পাওলো


৫৬. ১ জুলাই মঙ্গলবার- রাত ২টা- বেলজিয়াম : যুক্তরাষ্ট্র- সালভাদর





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License