ছাতকে ছাত্রদল নেতা জিল্লুল হকের দাফন সম্পন্ন

Saturday, June 28, 2014

আমাদের সিলেট ডটকম:

গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, সিলেট জেলা ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেলে পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা মাঠে ২য়দফা যানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

শুক্রবার বিকেলে দলীয় কোন্দলের জের ধরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় জিল্লুল হক জিলুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। সে দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের নুর মিয়ার পুত্র।

শনিবার বিকেলে অনুষ্ঠিত যানাজায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদ, ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক মাসুদ কামাল সুফি, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক ও জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম নুরুল, বিএনপি নেতা রুহুল আমীন, ফারুক আহমদ, ছায়াদুজ্জামান ছায়াদ, ডাঃ আসলম আহমদ, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, এনামুল হক, আব্দুল মোমিন, হিফজুল বারী শিমুল, নাজমুল মেম্বার, নুরুল হক, আব্দুস সালাম নোমান, ফখর উদ্দিন, আমিন উদ্দিন, লুৎফুর রহমান, আতাউর রহমান এমরান, ক্বারী আছকির আলী, শিবলি আহমদ, আলী হোসেন মানিক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম মাসুক, জামায়াত নেতা উবায়দুল হক শাহীন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,স্থানীয় আফরুজ আলী, আবুল হোসেন, আশক আলী, আতিকুর রহমান, ফজলু মিয়া, ডাঃ শফিক আহমদ, শমশের আলী, নুরুল হক, মাওলানা আবুল লেইছ মোহাম্মদ আব্দুস সাত্তার, যুবদল নেতা ছদরুল আমীন সোহান, এমরান আহমদ, মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মতিউর রহমান রুমান, সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন রানা, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা রায়হান আহমদ, ছাত্রদল নেতা ইশতিয়াক আহমদ ঝুমন, আব্দুল্লাহ আল-মুমিন, রুহুল আমীনসহ গ্রাম ও স্থানীয় লোকজন, উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন। এদিকে ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু’র হত্যাকান্ডের ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। এক বিবৃতিতে তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।


jilu





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License