আমাদের সিলেট ডটকম:
সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখায় একই রাতে পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে।
বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের উত্তর চক্রবাণী গ্রামে ডাকাতদের হাতে খুন হয়েছেন আব্দুল জলিল (৬৫) নামে এক ব্যক্তি। অন্যদিকে, বড়লেখার দৰিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর গ্রামে সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে লুটে নিয়েছে ৬ লৰাধিক টাকার মালামাল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিয়ানীবাজারের চক্রবানি গ্রামে গতকাল রাতে আব্দুল জলিলের ভাই আব্দুল মতিনের বসত ঘরের দরজা ভেঙে ডাকাতরা হানা দেয়। তারা নারীদের মারধর করে দুই ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল নিয়ে যায়। ওই সময় নারীদের আর্তচিৎকারে পাশের ঘর থেকে আব্দুল জলিল ছুটে আসেন।তিনি ডাকাতদলের কয়েকজনকে চিনে ফেলে চিৎকার দিলে তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে তা ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, বড়লেখায় শুক্রবার ভোর রাতে দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। দরজা ভেঙ্গে ডাকাতরা ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, বিদেশি ডলার, মোবাইল ফোনসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।
ডাকাত কবলিত বাড়ির লোকজন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির চন্ডিনগর গ্রামের দুবাই প্রবাসী নুরুজ্জামান, রায়হানুজ্জামান, আছাদুজ্জামান ও প্রাইমারী স্কুল শিক্ষক কামরুজ্জামানের বাড়িতে ভোর রাত আনুমানিক ৪ ঘটিকায় ডাকাতরা হানা দেয়। ১০/১২ জনের মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে নগদ ১০ হাজার টাকা, ১শ’ ইউএস ডলার, ১২ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোনসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে পুলিশ জানায়।
বিয়ানীবাজার ও বড়লেখায় পৃথক ডাকাতি বিয়ানীবাজারে ডাকাতদের হাতে খুন গৃহকর্তা
Friday, June 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment