আমাদের সিলেট ডটকম: বালাগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ১৭ঘন্টার বিদ্যুৎ বিপর্যয়ে মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন হাজার হাজার গ্রাহক। এ ব্যাপারে দফায় দফায় মোবাইলে যোগাযোগ করেও বিদ্যুৎ বিপর্যয়ের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার ভোর প্রায় ৬টা থেকে একটানা রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। সাড়ে ৯টার দিকে একবার সংযোগ প্রদান করা হলেও মাত্র ১৫/২০ মিনিট পর আবার বিদ্যুৎ চলে যায়। এরপর আরও প্রায় ১ ঘন্টা পর রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ আসে। তবে তখনও উপজেলার উছমানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ আরও কিছু কিছু জায়গায় বিদ্যুৎ না থাকার বিষয়ে গ্রাহকদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে।
টানা ১৭ঘন্টার বিদ্যুৎ বিপর্যয়ে উপজেলার হাজার হাজার গ্রাহক মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন। ফ্রিজে রাখা খাদ্যদ্রব্য নষ্ঠ হয়ে যাওয়ার বিষয়ে গ্রাহকরা অভিযোগ করেছেন। এছাড়া প্রচণ্ড গরমের কারণে বিশেষ করে নারী, শিশু, অসুস্থ্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়েছেন।
এ ব্যাপারে জানতে দফায় দফায় চেষ্টা করেও বালাগঞ্জ জোনাল অফিসের ডিজিএমসহ অন্যান্যদের মোবাইল বন্ধ পাওয়া গেছে।
বালাগঞ্জে টানা ১৭ঘন্টা বিদ্যুৎ বিপর্যয়
Wednesday, June 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment