পর্তুগাল-যুক্তরাষ্ট্রের নাটকীয় ড্র

Monday, June 23, 2014

আমাদের সিলেট ডটকম : শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে পর্তুগাল। পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্রসে গোল করেন ভারেলা। চূড়ান- ফলাফল ড্র, যুক্তরাষ্ট্র ২, পর্তুগাল ২।

চরম নাটকীয় এই ড্রয়ের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে রোনালদোর পর্তুগাল। তবে কাজটা যে খুবই কঠিন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানার বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। একই সঙ্গে প্রতিপক্ষের অমঙ্গলও কামনা করতে হবে পর্তুগালের সমর্থকদের।দুই ম্যাচ শেষে জার্মানি ও যুক্তরাষ্ট্রের সংগ্রহ চার পয়েন্ট। পর্তুগাল আর ঘানার ঘরে জমা হয়েছে এক পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানিকে খেলতে হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এই ম্যাচটা যদি ড্র হয় তাহলে দুই দলই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। অন্য কোনো হিসাব-নিকাশের দরকারই হবে না। কিন’ জার্মানি বা যুক্তরাষ্ট্রের কেউ যদি হেরে যায় তাহলে দরজা খোলা থাকবে পর্তুগালের। এমনকি ঘানারও।

মানাউসের আরেনা আমাজনিয়ায় মাত্র পঞ্চম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। বিপদমুক্ত করতে গিয়ে উল্টো দলকে বিপদে ফেলেন জিওফ ক্যামেরন। ডি বক্সে তার কাছ থেকে বল পেয়ে যান নানি। ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারের জোরালো শট ফেরানোর কোনো সুযোগই ছিল না টিম হাওয়ার্ডের।

১৩তম মিনিটে জোরালো শট লক্ষ্যের রাখতে পারেননি ক্লিন্ট ডেম্পসি। আর ১৮তম মিনিটে কর্নারের বিপক্ষে রক্ষা করেন বেতো।

পর্তুগালের রক্ষণভেঙে ডি বক্সে ঢুকতে না পারায় দূরপাল্লার শটে বেতোর পরীক্ষা নিচ্ছিল যুক্তরাষ্ট্র। বেশিরভাগ শট লক্ষ্যে না থাকলেও নিজেদের রক্ষণে আরো খেলোয়াড় আনতে বাধ্য হয় পর্তুগাল।

৩৬তম মিনিটে প্রথম সত্যিকারের সুযোগটি পেয়েছিলেন রোনালদো। তবে সেটি ফিফা বিশ্বসেরা ফুটবলারের ‘ট্রেডমার্ক’ প্রচেষ্টা ছিল না। রোনালদোর শট ফেরাতে কোনো সমস্যাই হয়নি হাওয়ার্ডের।

প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেই ফেলছিল পর্তুগাল। নানির জোরালো শট ঠিকভাবে ফেরাতে পারেননি হাওয়ার্ড। কিন্তু জালে না গিয়ে বারে লেগে ফিরলে হতাশায় পুড়তে হয় পর্তুগালকে।

দ্বিতীয়ার্ধের পর ৪৮তম মিনিটে ডিফেন্ডারের ভুলে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এদার। বারের ওপর দিয়ে মারেন মাত্র ১৬তম মিনিটে হেল্‌দার পোসি-গার বদলি নামা এই স্ট্রাইকার।

৫৫তম মিনিটে পর্তুগালকে রক্ষা করেন রিকার্দো কস্তা। গ্রাহাম সুসিকে ঠেকাতে এগিয়ে গিয়েছিলেন বেতো। পারেননি, সুসি খুঁজে পান মাইকেল ব্র্যাডলিকে। খোলা জালে শট নিয়েছিলেন তিনি, কিন্তু অবিশ্বাস্যভাবে লাইন থেকে বল ফিরিয়ে দেন কস্তা।

৬২তম মিনিটে আবার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন’ এবারো লক্ষ্যে রাখতে পারেননি পর্তুগালের সবচেয়ে বড় তারকা। ডি বক্স থেকেও অনেক বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তিনি।

দুই মিনিট পর সমতা ফেরান জোন্স। ডি বক্সের ঠিক বাইরে থেকে জোরালো বাঁকানো শটে পর্তুগালের জাল খুঁজে নেন বেসিকতাসের এই মিডিফিল্ডার। বল ফেরানোর কোনো সুযোগই ছিল না বেতোর।

৮১তম মিনিটে মিনিটে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। সুসির শট থেকে নিচু হয়ে বুক দিয়ে জালে জড়ান ডেম্পসি। দেশের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের তিনটি ভিন্ন আসরে গোল পেলেন তিনি।

ইনজুরি সময়ের পঞ্চম মিনিটের খেলা চলছিল। ত্রিশ সেকেন্ডেরও কম সময় বাকি। ২-১-এ পিছিয়ে থাকা পর্তুগালের শেষ চেষ্টা। ডানদিক থেকে রোনালদোর নিঁখুত ক্রসে ভারেলার হেড, যুক্তরাষ্ট্রের জালে জড়ালে বিশ্বকাপে টিকে থাকে পর্তুগাল।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License