আমাদের সিলেট ডটকম:
গোয়াইনঘাটে দুই ভাইয়ের মারমারি থামাতে গিয়ে খুন হযেছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। তার নাম সিকন্দর আলী।মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজোর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে আলা উদ্দিন ও আলিম উদ্দিনের মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মারামারি শুরু হয়। এই মারামারি থামাতে যান সিকন্দর আলী। এ সময় আলিম উদ্দিনের ছোঁড়া একটি ইট এসে পড়ে সিকন্দরের বুকের উপর। এতে তিনি গুর্বতর আহত হন। স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। আশংকাজনক অবস্থায় সকাল ১০টায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খায়র্বল বাশার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আলিম উদ্দিনকে আটক করেন।
গোয়াইনঘাটে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে বৃদ্ধ খুন
Tuesday, June 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment