আমাদের সিলেট ডটকম: সিলেটে আদালত পাড়ায় এক আইনজীবীর সহকারীকে পিটিয়ে আহত করায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দুপুরে মহানগর মুখ্য হাকিম তৃতীয় আদালতে অ্যাডভোকেট এনাম উদ্দিনের সঙ্গে দেখা করতে যান তার সহকারী লায়েক আহমদ। এ সময় এজলাসে বিচারক উপস্থিত ছিলেন। আইনজীবীর সঙ্গে দেখা করতে দরজায় দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল মাজহারুল ইসলামকে অনুরোধ করেন লায়েক আহমদ। কিন্তু তাতে কর্ণপাত করেননি ওই পুলিশ সদস্য । এরপর একাধিকবার অনুরোধ করায় বিরক্ত হয়ে কনস্টেবল মাজহারুল ওই আইনজীবীর সহকারী লায়েকের মুখে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেন। রক্তাক্ত হওয়ার পরও পুলিশ সদস্য মাজহারুল বেধড়ক পিটান লায়েক আহমদকে।
এক পর্যায়ে আদালত পাড়ায় উপসি’ত লোকজন ওই পুলিশ কনস্টেবলকে প্রতিহত করেন। তাৎক্ষণিকভাবে অন্য পুলিশ সদস্যরা এসে পরিসি’তি নিয়ন্ত্রণ করেন। পরে লায়েক আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনার প্রতিবাদে বুধবার বেলা ১টার দিকে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করে আইনজীবী সমিতি। বিক্ষোভের মুখে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মাজহারুলকে আদালত থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে ওই পুলিশ সদস্য মাজহারুলের শাস্তি দাবি করে আইনজীবীর সহকারীরা আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন। সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান জানান, আইনজীবী সহকারীর উপর হামলাকারী ওই পুলিশ কনস্টেবলের শাস্তি দাবি করছি আমরা। অন্যথায় আমরা কর্মবিরতি পালন করবো। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সহকারী সমিতির সভাপতি আফজল হোসেন জানান, আইনজীবীর সহকারীর উপর হামলার ঘটনায় তারা তিন দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে অভিযুক্ত কনস্টেবলকে প্রত্যাহার করে নেওয়া, এজলাসে সহকারীদের প্রবেশগম্যতা নিশ্চিত করা এবং আদালত পাড়ায় ভালো পুলিশ মোতায়েন করতে হবে।
তিনি বলেন, তাদের দাবির পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতির সভাপতি রুহুল আনাম মিন্টু পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করায় ওই কনস্টেবলকে তাৎক্ষণিক প্রত্যাহার নেওয়া হয়।
আইনজীবীর সহকারীকে মারধর করায় পুলিশ সদস্য প্রত্যাহার
Wednesday, June 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment