আমাদের সিলেট ডটকম:
নিজেদের দেয়া তালিকা অনুযায়ী ছাত্র ভর্তিতে রাজি না হওয়ায় শনিবার সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে ব্যাপক তান্ডব চালিয়েছে ছাত্রলীগ।শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ইন্সটিটিউটের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাংচুর করে তারা।
দক্ষিণ সুরমার টার্মিনাল পুলিশ ফাঁড়ির এস আই শফিকুল ইসলাম খান তান্ডবের বিষয়টি নিশ্চিত করেন। কারা এর সাথে জড়িত এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বুঝতেই পারছেন কারা জড়িত থাকতে পারে।’ এ ঘটনায় তিনি ইন্সটিটিউট কর্তৃপক্ষকে মামলা দায়ের করার পরামর্শ দিয়েছেন।
ক্যাম্পাস সূত্র জানায়, শনিবার সকালে পলিটেকনিক ইন্সটিটিউটের ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হয়। দেশের সবকটি পলিটেকনিকে কেন্দ্রীয়ভাবে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং কেন্দ্র থেকে প্রেরিত তালিকা অনুযায়ী সিলেটসহ বিভিন্ন পলিটেকনিকে শিক্ষার্থী ভর্তি করা হয়। স্থানীয়ভাবে এসব প্রতিষ্ঠানে ছাত্র ভর্তির কোন সুযোগ নেই। শনিবার মেধা তালিকা প্রকাশের পর সিলেট পলিটেকনিক ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের পছন্দের একটি তালিকা নিয়ে অধ্যক্ষের কাছে যায়। অধ্যক্ষ তার অপারগতার বিষয়টি জানালে ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে ভাংচুর চালাতে থাকে। তারা দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে।
সিলেট পলিটেকনিকে ছাত্রলীগের তান্ডব
Saturday, June 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment