এবার সরকারী কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

Wednesday, June 25, 2014

আমাদের সিলেট ডটকম:

এমসি কলেজের পর এবার সরকারী কলেজে মেধা তালিকা ছিঁড়ে ফেলে ভর্তিচ্ছু এক শিৰার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ।

আজ দুপুর দেড়টার দিকে সরকারী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যৰদর্শীরা জানান, কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের কয়েক জন কলেজ অফিসের সামনে নোটিশ বোর্ডে টানানো মেধা ভিত্তিক শিৰার্থীদের তালিকা ছিঁড়ে ফেলে। এ সময় ভর্তি হতে আসা এক নবীন শিৰার্থী তাদের এ আচরণের প্রতিবাদ করায় তাকে কিল ঘুষি দিয়ে বেধড়ক পেটায় ৮/১০ জন ছাত্রলীগ কর্মী। পরে দৌড়ে পালিয়ে বাঁচেন ঐ শিৰার্থী।

জানা গেছে, নিজেদের সুপারিশ অনুযায়ী ১১শ’ শ্রেণীতে ছাত্র ভর্তির জন্য গত কয়েক দিন ধরে এমসি কলেজ ও সরকারী কলেজ অধ্যৰের উপর চাপ সৃষ্টি করে আসছে ছাত্রলীগ। গত মঙ্গলবার এমসি কলেজ কর্তৃপৰ মেধা-ভিত্তিক তালিকা টানানোর পর ছাত্রলীগ কর্মীরা তা ছিঁড়ে ফেলে। আজ সরকারী কলেজে একই ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

এ বিষয়ে সরকারী কলেজ কর্তৃপৰের কোন বক্তব্য পাওয়া যায়নি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License