গ্রাম ও নারী যথাযথভাবে সংবাদ মাধ্যমে উপস্থাপিত হচ্ছেনা :
সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় অভিমত
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া (ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স) ও নারী প্রগতি সংঘ আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা অভিমত রেখেছেন, সংবাদ মাধ্যমে নারী ও গ্রামের কথা যথাযথভাবে উপস্থাপিত হওয়া দরকার। প্রয়োজন সাংবাদিকতায় নারীর আরো বেশি অংশগ্রহণ। এর সাথে সাথে সাংবাদিকতার নামে কিছু কিছু মানুষের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
শনিবার ২৮ জুন সকালে সিলেট মহানগরীর মিরাবাজার এলাকায় একটি হোটেলের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ক্রিশ্চিয়ান কমিউনিকেশনের সহযোগিতায় 'সংবাদে নারী ও গ্রাম : যথাযথ উপস্থাপন নিশ্চিতকরণ' শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. আব্দুল গণী। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। মতবিনিময় সভার উদ্দেশ্য তুলে ধরেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের সমন্বয়কারী দিলারা রেখা। গবেষণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাইফুল আলম চৌধুরী। নির্ধারিত আলোচক ছিলেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ফয়সল আহমদ ও অধ্যাপক তাহমিনা ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক আল-আজাদ, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, শাহাব উদ্দিন শাহীন, ছামির মাহমুদ, সোয়েব বাছিত, মুহিবুর রহমান ও নাজমুল কবীর পাভেল, শাবিপ্রবির অধ্যাপক মনি পাল, অধ্যাপক জাফরিন আহমদ লিজা ও অধ্যাপক মঞ্জুরুল হায়দার, আইনজীবী সৈয়দা শিরিন আক্তার, নারী সংগঠক শামীমা আখতার, অধ্যাপক আখলাকুল আসপিয়া ও অধ্যাপক চিত্তরঞ্জন রাজবংশী, প্রধান শিক্ষক আতাউর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাসেম চৌধুরী, এনজিও প্রতিনিধি মাহবুবুল আলম চৌধুরী, আকলিমা চৌধুরী ও মোমেনা বেগম।
No comments:
Post a Comment