শাহজালাল (র.) দরগায় প্রথম জানাজা # নিহত ছাত্রদল নেতা জিলুর লাশ নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে # বড় ভাই বাদী হয়ে মামলার প্রস্তুতি

Saturday, June 28, 2014

আমাদের সিলেট ডটকম:

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিহত ছাত্রদল নেতা জিলৱুল হক জিলুর ১ম দফা জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পালপুর গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আছরের নামাজের পর তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে বলে জানা গেছে।

এর আগে আজ দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, হত্যাকান্ডের ঘটনায় নিহত জিলুর স্কুল শিৰক বড় ভাই বাদী হয়ে জড়িত সুনির্দিষ্ট ১২ জনকে আসামী করে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

দলীয় কোন্দলের জের ধরে গতকাল শুক্রবার সন্ধ্যায় সহকর্মীদের নির্মম হামলায় খুন হন ছাত্রদল নেতা জিলৱুল হক জিলু।

আজ সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। দুপুর সাড়ে ১২টায় তার লাশ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। লাশ গোসলের পর নিয়ে যাওয়া হয় হযরত শাহজালাল দরগায়। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে যোহরের নামাজের পর। জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জের পালপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল জানান, হামলায় অংশ নেয়া ১২ জনকে চিহ্নিত করা হয়েছে। এদেরকে আসামী করে থানায় মামলা দায়েরের প্রস’তি নিচ্ছেন নিহত জিলুর বড় ভাই।


মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু’র

মৃত্যুতে রেজাউল করিম নাচনের শোক


গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন।এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License