আমাদের সিলেট ডটকম:
নগরীর চালিবন্দর এলাকায় চলন্ত গাড়ী থেকে এক বিউটি পার্লার কর্মী তরুণীর উপর দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত দশমী রানী কর (২৫) নামের ঐ তর্বণীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নগরীর চালিবন্দর শশ্মানঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা মন্টু চন্দ্র করের মেয়ে দশমী রানীকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফুল ইসলাম জানান, নগরীর মিরের ময়দানস্থ নিউ বধূয়া বিউটি পার্লারে বিউটিশিয়ানের কাজ করেন দশমী রানী। রাতে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি সিএনজি অটোরিকশা থেকে দুর্বৃত্তরা তার ওপর এসিড ছুঁড়ে মারে। তার আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্বৃত্তদের কাউকে দশমী রানী কর চিনতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, আসামি গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
সিলেটে পার্লার কর্মী তরুণীর মুখে দাহ্য পদার্থ নিক্ষেপ
Friday, June 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment