আমাদের সিলেট ডটকম:
শহরতলীর কুমারগাওঁয়ে এক মৎস ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমারগাও বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আহত আব্দুল গফফারকে (৩০) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ব্যবসায়ী আব্দুল গফফার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের আড়ৎ মৎস্য ব্যবসায়ী। তিনি নগরীর বন্দরবাজারে এশিয়া ব্যাংকের শাখা থেকে এক লাখ ৯০ হাজার তুলে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা ব্যবসায়ী গফফারকে ছুরিকাঘাত করে সঙ্গেঁ থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে সিএনজি অটোরিকশা থেকে কুমারগাঁও বাইপাস সড়কের পাশে ফেলে চলে যায়। এ সময় স’ানীয়রা এসে তাকে উদ্ধার করেন এবং জালালাবাদ থানা পুলিশকে খবর দেন। পরে আহত অবস’ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছিনতাইয়ের শিকার ব্যক্তির বরাত দিয়ে জালালাবাদ থানা পুলিশের এসআই আরিফুল আমিন জানান, ব্যাংক এশিয়া থেকে টাকা উত্তোলন করে ব্যবসায়ী গফ্ফার বন্দরবাজার থেকে সিএনজি যোগে গৌবিন্দগঞ্জ ফিরছিলেন। সিএনজিটি কুমারগাও আসার পর বাইপাস সড়কে ঢুকে তাকে ছুরিকাঘাত করে সাথে থাকা ৯০ হাজার টাকা নিয়ে যায়। তবে টাকাগুলো আলাদা করে রাখায় ছিনতাইকারীরা ৯০ হাজার টাকা নিলেও বাকি টাকা নিতে পারেনি। তবে জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন বলেন, তিনি এ ব্যাপারে অবগত নয়।
কুমারগাওঁয়ে সিএনজিতে যাত্রীবেশে ব্যবসায়ীর ৯০ হাজার টাকা ছিনতাই
Monday, June 23, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment