আমাদের সিলেট ডটকম:
ডাকাতি করতে না পেরে গৃহকর্তার উপর হামলা করেছে একদল মুখোশধারী ডাকাতদল। সদর উপজেলার জালালাবাদ থানার সিরাজপুর কালীরগাঁও গ্রামের বাসিন্দা ইমাম উদ্দিনের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের কয়েকজন সদস্য মিলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন ওই বাড়িতে । এসময় রাত সাড়ে তিনটার দিকে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ১০-১২ জনের একদল মুখোখধারী ডাকাতদল বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করলে সবাই চিৎকার শুরু করেন। এসময় ডাকাত দলের কয়েকজন সদস্য ধারালো অস্ত্র দিয়ে ইমাম উদ্দিনকে আঘাত করে দ্রæত পালিয়ে যায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ইমাম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওসমানি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ইমাম উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।
জালালাবাদ ইউনিয়নের কালীরগাঁওয়ে ডাকাতদের হামলায় আহত এক
Tuesday, June 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment