অভ্যন্তরীণ কোন্দলের জের ছাত্রদল নেতা জিলু নিহত

Friday, June 27, 2014

আমাদের সিলেট ডটকম :

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে খুন হয়েছেন সিলেট মহানগর ছাত্রদল নেতা জিলৱুর রহমান জিলু (৩২)। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সদস্য ও গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি। তার মূলবাড়ি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে জানা গেছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দীর্ঘদিন মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুরের সাথে সম্পৃক্ত থাকার পর সম্প্রতি তিনি বিএনপি নেতা সামসুজ্জামান জামানের নিয়ন্ত্রিত গ্রুপে যোগ দেন। এর জের ধরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনার সাথে মীরের ময়দান কেন্দ্রিক কালা মানিক গ্রুপের কর্মীরা জড়িত বলে দাবী করেছে ছাত্রদলের সূত্রগুলো।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাঠানটুলা ফুলকলির সামনে তিনি খুন হন বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) মো: রহমত উল্যাহ জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ রক্তমাখা ছোরাসহ দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: তন্ময় ভট্টাচার্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ছাত্রদল কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটে নিজ দলের ক্যাডাররা কুপিয়ে খুন করেছে ছাত্রদলের এক নেতাকে। নিহত জিল্লুল হক জিলু গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল আরেফিন গণি জিল্লুর গ্রুপের ক্যাডাররা তাকে কুপিয়ে খুন করেছে বলে জিলুর সহকর্মীরা দাবি করেছেন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- ছাত্রদল নেতা জিলু মদিনা মার্কেট থেকে পাঠানটুলায় এসে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ঠান্ডা পানীয় পান করছিলেন। এসময় ৩টি মোটর সাইকেলে ৬ জন ক্যাডার এসে তাকে ধাওয়া করে। ধাওয়া করে তাকে পাশের একটি গলির ভেতর নিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় রামদাসহ এক ক্যাডারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ আরেকজনকে আটক করে।

হামলার সময় জিলুর সাথে থাকা ছাত্রদলকর্মী ভুলন কান্তি তালুকদার জানান, মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ আহমদ, জামাল আহমদ ওরফে কালা জামাল, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, ইমাদ উদ্দিন, সালেহ আহমদ, নেছার আলম, ওদুদ মিয়া, কাওসার, সায়েমসহ বেশ কয়েকজন ক্যাডার জিলুর উপর হামলা চালিয়েছে। গ্রুপ পরিবর্তন করায় জিলুর উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ভুলন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License