আমাদের সিলেট ডটকম:
আগামী ২৫ জুন বুধবার থেকে সিলেটে প্রথমবারের মতো শুরু হচ্ছে তিনদিনব্যাপী ইগলো-রোজভিউ আইসক্রিম মেলা। ২৭ জুন শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলের কনফারেন্স হলে এই মেলা চলবে। মেলায় মাত্র ৫শ’ টাকায় যতখুশি তত আইসক্রিম খেতে পারবেন অংশগ্রহণকারীরা। তবে তিন ফুটের কম উচ্চতা সম্পন্ন শিশুদের জন্য মেলার টিকিট ৩শ’ টাকা রাখা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রোজ ভিউ হোটেলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানান ইগলো এর হেড অব সেইলস্ এম এ বায়েস।
তিনি আরো জানান, এটি সিলেটে প্রথম আইসক্রিম মেলা। রাজধানী ঢাকায় এর আগে ৭বার আইসক্রিম মেলা অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যান্য জেলায়ও এধরণের মেলা আয়োজনের চিন্তা করছে ইগলো।
বায়েস আরো জানান, অনেকে আর্থিক সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও চাহিদা মতো আইসক্রিম খেতে পারেন না। প্রতিটি আইসক্রিম প্রিয় মানুষের ইচ্ছে মতো আইসক্রিম খাওয়ার সুযোগ করে দিতে এই মেলা আয়োজন করা হচ্ছে। ইগলো বাংলাদেশে বিশ্বমানের আইসক্রিম তৈরী করছে। যেগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরী। এসব আইসক্রিমে কোনধরণের রং কিংবা কেমিক্যাল মিশ্রিত নয়। সিলেটে অনুষ্ঠিতব্য মেলায় ৯ ধরণের আইসক্রিম থাকবে এবং প্রতিদিন একটি স্পেশাল আইসক্রিম থাকবে বলেও জানান আয়োজকরা। এছাড়া মেলায় র্যাফেল ড্র এর ব্যবস্থাও রয়েছে।
এতে আরো বক্তব্য রাখেন আব্দুল মোমেন লিমিটেড এর ম্যানেজার শামীম আহমদ, রোজভিউ হোটেলের জেনারেল ম্যানেজার জাহেদুর রহমান সিমন, হেড অব সেলস্ এন্ড মার্কেটিং হাসান উল আবেদিন।
সিলেটে আইসক্রিম মেলা শুরু হচ্ছে কাল
Monday, June 23, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment