আমাদের সিলেট ডটকম: প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার সরকারি-বেসরকারি কলেজেও ২৯ জুন থেকে রোজার ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে সরকারি-বেসরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৬ অগাস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।
তবে পাবলিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে বলে আদেশে উলেখ করা হয়েছে।
এর আগে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১২ দিন এবং মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসার ছুটি আট দিন এগিয়ে মঙ্গলবার রোজার ছুটি ঘোষণা করে সরকার।
শিক্ষাপঞ্জী অনুযায়ী, আগামী ১০ থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার কথা ছিল। আর মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে রোজার ছুটি নির্ধারিত ছিল ৬ জুলাই থেকে ২৯ জুলাই।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির প্রস্তুতি নিলেও গত ১৬ জুন মন্ত্রিসভার বৈঠকে রমজানের প্রথম দিন থেকে স্কুল-কলেজে ছুটি ঘোষণার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, রমজান, জুমাআতুলবিদা, শব-ই কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান ২৯ জুন থেকে ৬ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
এর পরপরই বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে ২৯ জুন থেকে ৬ অগাস্ট পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয়ে রোজার ছুটি ঘোষণা করে।
রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ মাসের শেষ থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে।
পুরো রমজান কলেজেও ছুটি
Wednesday, June 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment