কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের দ্বারপান্তে আলজেরিয়া

Monday, June 23, 2014

আমাদের সিলেট ডটকম : এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারিয়ে আলজেরিয়া বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মত দ্বিতীয় রাউন্ডের কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে রাশিয়ার সাথে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পরে পোর্তো আলেগ্রেতে বড় ব্যবধানে এই পরাজয় আবারো এশিয়ান সমর্থকদের হতাশ করেছে ২০০২ এর সেমিফাইনালিস্টরা।

১৯৮২ সালে পশ্চিম জার্মানীর বিপক্ষে সাফল্যের পরে উত্তর আফ্রিকান দলটির এটি ছিল প্রথম বিশ্বকাপের জয়। এছাড়া বিশ্বকাপের এক ম্যাচে প্রথম কোন আফ্রিকান দল হিসেবে চার গোল দেবার কৃতিত্বও দেখালো আলজেরিয়া। ইসলাম সিলমানি, রফিক হলিচে এবং আবডেলমুমে জাবুয়ের দেয়া প্রথমাধের্র গোলে আলজেরিয়া বেশ ভালভাবেই ম্যাচেই নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছিল। দ্বিতীয়ার্ধে যদিও বায়ার লিভারকুসেনের স্ট্রাইকার সং হেয়াং-মিন এবং কু জা-চেওলের গোলে দক্ষিন কোরিয়া কিছুটা চাপ সৃষ্টি করেছিল। কিন’ স্প্যানিশ দল গ্রেনাডার এ্যাটাকিং মিডফিল্ডার ইয়াসিনে ব্রাহিমির চতুর্থ গোলে আলজেরিয়ার জয়ের পথ নিশ্চিত হয়। এই জয়ে এইচ-গ্রুপ থেকে বেলজিয়ামের পরে আলজেরিয়া দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের সংগ্রহে রয়েছে তিন পয়েন্ট। রাশিয়া ও কোরিয়া এক পয়েন্ট করে নিয়ে শেষ দুটি স্থানে অবস্থান করছে।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর পোর্তো আলেগ্রেতে দারুণ এক ঝলমলে দিনে মাঠে নামার আগে আলজেরিয়ার সামনে সমীকরণ ছিল হয় জিতে টিকে থাকা নয়ত ঘরের ফিরতি বিমান ধরা। ম্যাচের শুরুতেই সোফিয়ানে ফেগুলি এবং সিলমানি কোরিয়ান গোলরক্ষক জুং সুং-রিইংয়ের পরীক্ষা নেন। পাঁচ মিনিটে কোরিয়ার গোল এরিয়ায় একটি জটলা থেকে আলজেলিয়া পেনাল্টির জোড়ালো আবেদন করলে কলোম্বিয়ান রেফারী উইলমার রোলডান তা নাকচ করে দেন। কিন’ এরপরেও তাদের আধিপত্য থেমে থাকেনি। যার ফল তারা পায় ২৬ মিনিটে। দুই কোরিয়ান ডিফেন্ডার হং জেয়ং-হো এবং কিম ইয়ং-উনের মধ্য থেকে কার্ল মেডানির লব সিলমানির পায়ে আসলে ফ্লিক করে জুংয়ের পাশ দিয়ে বল জালে জড়ান এই স্ট্রাইকার। দুই মিনিট পরে আবারো কোরিয়ান রক্ষণভাগের ভুলে জাবুয়ের কর্ণার থেকে হেডের সাহায্যে ব্যবধান দ্বিগুণ করেন হলিচে। এই দুই গোলের পরে ‘ডেসার্ট ফক্সেস’ রা যেন আরো বেশী অপ্রতিরোধ্য হয়ে উঠে। তাদের গতি এবং কৌশলের কাছে মাতা নত করতে বাধ্য হয় কোরিয়ানরা। বিরতির আট মিনিট আগে সিলমানির স্লাইড পাস থেকে জাবু দলের পক্ষে তৃতীয় গোল করলে কোরিয়ান শিবির বিধ্বস্ত হয়ে পড়ে।

বিরতির পাঁচ মিনিট পরে সংয়ের গোলে কিছুটা স্বসি- ফিরে পায় এশিয়ান জায়ান্টরা। কি সুং-ইয়ংয়ের লম্বা পাস থেকে সং লো শটের মাধ্যমে আলজেরিয়ান গোলরক্ষক রেইস এমবোলহিকে বোকা বানান। এরপর অবশ্য কি’র দূর্দান্ত শট আটকে দিয়ে কোরিয়াকে হতাশ করেছিলেন এমবোলহি। ৬২ মিনিটে ব্রাহিমির বাম পায়ের জোড়ালো শট আটকানো জুংয়ের পক্ষে সম্ভব ছিল না। দশ মিনিট পরে কু দক্ষিণ কোরিয়ার পক্ষে দ্বিতীয় গোল করলে তা পরাজয়ের ব্যবধানই কেবল কমিয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License