আমাদের সিলেট ডটকম : নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন নারায়ণগঞ্জের এক সহকারী পুলিশ সুপার (এএসপি)। মোবাইলফোনে এএসপিকে দেখে নেয়ার হুমকি দেয়ায় তিনি সাধারণ ডায়েরি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন চলাকালে তাকে এ হুমকি দেয়া হয়।
মো. বশির উদ্দিন নামের এই এএসপি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মদনপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম জাল ভোট দেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। আবদুস সালাম বিষয়টি শামীম ওসমানকে জানান। পরে শামীম ওসমান বশির উদ্দিনকে ছয় বার ফোন করেন।
বশির উদ্দিনের ভাষ্যমতে, ফোনে শামীম ওসমান বলেন, সালাম চেয়ারম্যান কেন্দ্রে ঢুকবে, যা ইচ্ছে তা-ই করবে। তাকে কোনো রকম বাধা দেয়া যাবে না।
শামীম ওসমানের এই কথার জবাবে তিনি বলেন, আমি এই মুহূর্তে নির্বাচন কমিশনের আন্ডারে চাকরি করছি। আমার পক্ষে কোনো অনৈতিক কাজ করা সম্ভব নয়।
বশির উদ্দিনের দাবি, তার কথার জবাবে শামীম ওসমান বলেন, বশির উদ্দিন নারায়ণগঞ্জে কীভাবে চাকরি করেন, তা তিনি দেখে নেবেন।
হুমকির অভিযোগ: শামীম ওসমানের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার জিডি
Thursday, June 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment