আমাদের সিলেট.কম: চরম নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে ব্রাজিলের সঙ্গী হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো মেক্সিকো। দ্বিতীয় রাউন্ডে উঠার সম্ভাবনা ছিলো দু’দলেরই। এক্ষেত্রে কিছুটা সুবিধা জনক অবস্থানে ছিলো মেক্সিকো। ড্র করলেই পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেতো লাতিন আমেরিকার দেশটি। আর ক্রোয়েশিয়ার দরকার ছিলো জয়। এমন সমীকরনের ম্যাচে ৬৯ মিনিটে রিবেক লালকার্ড দেখলে দশ জনের দলে পরিনত হয় ক্রোয়েশিয়া। সুযোগটি কাছে লাগিয়ে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৩-০ গোলে এগিয়ে যায় মেক্সিকো। ৭২ মিনিকে মেক্সিকানদের হয়ে প্রথম সফলতা এনেদেন মারকুয়িস। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন গুয়ারদাদো। ৮২ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন হারনান্দেজ। ৮৭ মিনিটে পারসি ক্রোয়েটদের পক্ষে একমাত্র গোলটি করেন। এ জয়ে তিন ম্যাচে মেক্সিকানদের সংগ্রহ ব্রাজিলের সমান ৭ পয়েন্ট। কিন্তু গোল গড়ে ব্রাজিলের (ব্রাজিলের +৫, আর মেক্সিকোর +৩) চেয়ে পিছয়ে থাকায় দ্বিতীয় রাউন্ডে তাদের খেলতে হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের সঙ্গে। আর ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ রানার্সআপ চিলি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment