আমাদের সিলেট ডটকম:
নবীগঞ্জ উপজেলার কুখ্যাত ডাকাত সর্দার জাহাঙ্গীরকে মৌলভী বাজারের কামালপুর ইউনিয়নের সরাপুর গ্রামে এক প্রবাসী বাড়ীতে ডাকাতিকালে আটক করেছে স্থানীয় জনতা। পরে জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে আটক করে রাখে।
খবর পেয়ে মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ থানার একদল পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার আটকের ঘটনা নবীগঞ্জের সাধারন মানুষের মধ্যে পৌছলে স্বস্থি ফিরে এসেছে। সে উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের ইয়াওর মিয়ার পুত্র।
এলাকাবাসী জানায়, জাহাঙ্গীর নবীগঞ্জ উপজেলার কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। সে নবীগঞ্জসহ আন্তঃজেলার ডাকাতদের নিয়ে একটি টিম গঠন করে নবীগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রবাসী ও বড় বড় ব্যবসায়ীদের বাড়ীতে ডাকাতির ঘটনা সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ হন্য হয়ে খুঁজছিল। গত ২৩ ফেব্রæয়ারী গভীর রাতে উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের প্রবাসী বাড়ী (অব.) শিক্ষক মুতাব্বির হোসেনের বাড়ীতে জাহাঙ্গীরের নেতৃত্বে একদল ডাকাত বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাড়ীর গৃহকর্তার ছেলে প্রভাষক এনামুল হোসেন মামুন বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামীসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। এরপর থেকে জাহাঙ্গীর ও তার সহযোগীরা পালিয়ে বেড়ায়। এ অবস্থায় গত সোমবার রাতে মৌলভী বাজারের কামালপুর ইউনিয়নের সরাপুর গ্রামে এক প্রবাসীর সাবেক মেম্বার আব্দুর রহমানের বাড়ীতে জাহাঙ্গীরসহ একদল ডাকাতদল ডাকাতি করতে হানা দেয়। ডাকাতি চলাকালে গ্রামের লোকজন আচ করতে পেরে লাঠি সোটা নিয়ে ডাকাতদের ধাওয়া করে এ সময় জাহাঙ্গীর জনতার হাতে আটক হয়।
নবীগঞ্জের ডাকাত জাহাঙ্গীর মৌলভী বাজারে আটক
Tuesday, June 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment