বাড়তি ফি প্রত্যাহারের দাবিতে এমসি কলেজ শিক্ষার্থীদের অবরোধ

Wednesday, April 2, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেটের এমসি কলেজের আইসিটি বিভাগের ২০১১ সালের মাস্টার্স শেষ পবের্র শিক্ষার্থীরা বাড়তি ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন। এ দাবিতে বুধবার তারা অধ্যক্ষ ভবন ঘেরাও সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বাড়তি ফি প্রত্যাহার না করলে পরীক্ষা ও ফরম ফিলাপ না করার হুমকি দিয়েছেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ- আইসিটি বিভাগের মাস্টার্স শেষ পবের্র ফরম পূরণে বেতন বাবত অতিরিক্ত ২৪০০ টাকা ও ফি আরো ১০০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী ওই টাকা নেয়ার এখতিয়ার নেই কলেজ কর্তৃপক্ষের।

এ নিয়ে মঙ্গলবার আইসিটি বিভাগের আহবায়ক সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। কিন’ বাড়তি বেতন ও ফি’র ব্যাপারে তিনি সন্তোষ জনক উত্তর না দিতে পারায় তারা কলেজ অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকারের সাথে দেখা করেন। অধ্যক্ষ তাদেরকে পরদিন বুধবার দেখা করতে বলে ফিরিয়ে দেন।

বুধবার দুপুরে শিক্ষার্থীরা দেখা করলে অধ্যক্ষ তাদেরকে বেতন ও ফি বাবত ২৫০০ টাকা পরিশোধ অথবা আইসিটি বিভাগ থেকে নাম প্রত্যাহার করতে বলেন। অধ্যক্ষের এমন নির্দেশে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষ ভবন কিছুক্ষণ ঘেরাও করে রাখেন। পরে তারা কলেজের সামনে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনকৃত শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৭৫০ টাকা ব্যতীত তারা অতিরিক্ত কোন টাকা দেবেন না। আমাদের দাবি আগামী ৫ এপ্রিলের মধ্যে কলেজ কর্তৃপক্ষ মেনে না নিলে আমরা ঐ দিনই আইসিটি বিভাগের টিউটোরিয়েল পরীক্ষা বর্জন করে পরীক্ষা হলের সামনে অবস’ান ধর্মঘট কর্মসূচি পালন করবে। তারপরও যদি দাবি মানা না হয় তাহলে তারা ৬ এপ্রিল ফরম পূরণ বর্জন করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

মাস্টাসের্র ছাত্র শাহীন ও সজীব চৌধুরী জানান, প্রতি পরীক্ষার্থী থেকে বেতন ও ফি বাবদ বাড়তি ২৫০০ টাকা হারে ৭৫০ জন পরীক্ষার্থী থেকে কলেজ কর্তৃপক্ষ প্রায় ১৯ লক্ষ টাকা আদায় করার চেষ্টা করছেন। কিন’ এই টাকা সরকারী কোষাগারে জমা হবে না।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার জানান, আগে এই প্রজেক্টটি সরকারের অধীনে ছিল। এখন সরকার কলেজ কর্তৃপক্ষের অধীনে দিয়ে দিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি মাসে দুইশত টাকা ফি নির্ধারণও করে দিয়েছেন। এই বিষয়টি আন্দোলনকারী শিক্ষার্থীদের বোঝানো যাচ্ছে না।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License