নির্বাচন নিয়ে আগের অবস্থানেই যুক্তরাষ্ট্র: মজীনা

Monday, March 31, 2014

বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

গতকাল সোমবার বিকেলে আমেরিকান সেন্টারে মার্কিন দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ওয়াশিংটন থেকে ফিরে এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।

ওয়াশিংটনে তিনি চিফ অব দ্য মিশন কনফারেন্সে যোগ দেন।

এছাড়াও বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিউইয়র্কসহ একাধিক রাজ্যে বাংলাদেশি কমিউনিটির মাঝে ঘুরে ঘুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন ড্যান ডব্লিউ মজীনা। কয়েকদিন আগেই তিনি ঢাকায় ফিরেছেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে মজীনা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তার আগের অবস্থানেই রয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো দীর্ঘায়িত হবে। এদেশের জনগণের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

উলে­খ্য, গত ৫ জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ৬ জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি উলে­খ করে দ্রুত সংলাপের মাধ্যমে সকল দলের অংশ গ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহবান জানায়।

এছাড়া এপ্রিলে অনুষ্ঠেয় টিকফা ফোরামের প্রথম বৈঠকসহ দুদেশের মধ্যকার নিরাপত্তা সংলাপ, অংশিদারিত্ব সংলাপ ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License