সর্বক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে বাংলাদেশ অনেক দূর এগিয়ে
গেছে : সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
বাসস : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নারীর ক্ষমতায়নে সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। সর্বক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে বাংলাদেশ এগিয়ে গেছে অনেক দূর। নারীর ক্ষমতায়ন ও সর্বক্ষেত্রে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছেন।
শনিবার ৫ এপ্রিল বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠে বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিলেট বিভাগীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ৪০ বছর আগে বাংলাদেশে চাকরির ক্ষেত্রে মহিলাদের মাত্র ৭ শতাংশ অংশগ্রহণ ছিলো আর এখন তা ৩০ শতাংশ হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশের মানুষের মন মানসিকতা উদার। তাইতো নারীরা এতদূর এগিয়ে যেতে পেরেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল-কবির ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার এজাজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম সুনু মিয়া, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, নারী সংগঠক হেলেন আহমদ, সালমা বাছিত প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment