জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত এক জামায়াত প্রার্থীর
সমর্থকদের নিষ্ঠুরতার শিকার শিশুটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
বড়লেখা প্রতিনিধি : ১৯৭১ থেকে ২০১৪-এই ৪৩ বছরেও যে জামায়াতে ইসলামীর নির্দয় চরিত্রের কোন পরিবর্তন হয়নি তা মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আবারো প্রমাণিত হয়েছে
জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৩১ মার্চ। ওই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী 'বৈদ্যুতিক বাল্ব' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এতে ক্ষেপে গিয়ে পরদিন উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের জামায়াতে ইসলামী কর্মী মৃত হাছন আলীর ছেলে আইয়ুব আলী, মৃত নওয়ার আলীর স্ত্রী খয়রুন নেছা ও মেয়ে রাছনা বেগম একই গ্রামের মনজ্জির আলীর শিশুপুত্র ফুলতলা বশিরউল্লা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ইজাজ উদ্দিন ইমনকে (১৩) বেধড়ক মারপিট করে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার ৪ এপ্রিল তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনায় মনজ্জির আলী জুড়ী থানায় একটি অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
No comments:
Post a Comment