ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিশ্বনাথে মিছিল-সভা

Wednesday, April 2, 2014

আমাদের সিলেট ডটকম:

নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক খালেদ আহমদসহ আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে স’ানীয় যুবদল ও ছাত্রদল।

বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষ ‘বাসিয়া সেতুর ওপর’ সভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. নানু মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির পাঠাগার বিষয়ক সম্পাদক সাহিবুর রহমান সালাম, বিএনপি নেতা গনি শাহ, জলাল মিয়া, রইছ আলী, যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, বেলায়েত হোসেন বেলাল, জাকারিয়া শিকদার, যুবদল নেতা মাহতাবউদ্দিন, সাদেক আলী, খায়রুল আমীন আজাদ মেম্বার, তাজুল ইসলাম, দবির মিয়া, সাইদুর রহমান রাজু, রানা মিয়া, সবুজ খান, আখতার আলী, সুনু মিয়া, সুন্দর আলী, বাবুল, আবদুর রউফ,সালেহ আহমদ, মঈনুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রুমেল, এনামুল হক, সেচ্ছাসেবকদল নেতা শিপলু মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শেখ মামুন চৌধুরী, ছাত্রদল নেতা আমির হামজা, জুনেদ আহমদ, ফাহিম আহমদ, সুজেল মিয়া, বকুল মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের প্রিয় নেতা এম. ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। সরকার আজোও তাঁর সন্ধান দিতে পারেনি। সরকার মিথ্যা মামলা দিয়ে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। তারপরও বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না। বক্তারা আরো বলেন, তাই এই অবৈধ সরকার কে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহবান জানান। আটক সকল নেতাকর্মীর মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তারা হুশিয়ারী উচ্চারণ করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License