আমাদের সিলেট ডটকম:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দিরাই-শালা উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট মনোনীত প্যানেলকে বিজয়ী করায় এ দুই উপজেলার জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এ বিজয় দুঃশাসন ও অপশাসনের বিরুদ্ধে জনগণের কণ্ঠ সোচ্চার হয়েছে। তারা এ এলাকার কালোবিড়াল খ্যাত সুরঞ্জিত সেনগুপ্তকে দিরাই-শালাবাসি প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, এ দেশের জনগণ তথাকথিত ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনে ভোট দিতে না পারায় তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে উপজেলা নির্বাচনে জানান দিয়েছে যে, আওয়ামীলীগকে আর জনগণ ভালোবাসে না।
গত ৩০ মার্চ দুপুরে দিরাই উপজেলা বিএনপি আয়োজিত স্থানীয় রেন্টিতলায় দিরাই-শালা উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্মানে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। দিরাই পৌরসভা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান মো. গোলাপ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানি চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেজিয়া বেগম। দিরাই পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী এবং উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার সাবেক মেয়ার হাজী আহমদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, শালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুখতার হোসেন চৌধুরী, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিলেটস্থ দিরাই-শালার বিএনপির আহ্বায়ক ডাঃ পারুল মিয়া, রফিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বকুল মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি সৈদুর রহমান তালুকদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, চরনারচর ইউনিয়নের বিএনপির সভাপতি ও চেয়ারম্যান রতিকান্ত দাস, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুবক্কর মিয়া, করিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মাস্টার, জগদল ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম, তাড়ল ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আহমদ, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউর রহমান আলা প্রমুখ। নব নির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন, অন্যায়, দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন এবং উন্নয়ন কর্মকান্ডে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।তাকে নির্বাচিত করার জন্য তিনি উপজেলাবাসীকে অভিনন্দন জানান।
উপজেলা নির্বাচনে দিরাই-শাল্লাবাসী কালোবিড়ালকে প্রত্যাখ্যান করেছে -নাছির উদ্দিন চৌধুরী
Monday, March 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment