অনুসন্ধানকারী জাহাজ কম্পন সংকেত পেয়েছে

Saturday, April 5, 2014

আমাদের সিলেট ডেস্ক: মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির অনুসন্ধান কাজে নিয়োজিত একটি চীনা জাহাজ গতকাল শনিবার ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে একটি কম্পন সংকেত (পালস সিগন্যাল) পেয়েছে। অনুসন্ধানকারীরা বলছেন, সংকেতটির তরঙ্গমাত্রা ৩৭.৫ কিলোহার্টজ। চীনের সংবাদমাধ্যমে এ কথা জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিখোঁজ ফ্লাইটটির রেকর্ডেও একই ধরনের তরঙ্গের সন্ধান মিলেছিল। তবে এর সঙ্গে ফ্লাইট এমএইচ৩৭০-এর কোনো সম্পর্ক আছে কি না, তার পর্যাপ্ত তথ্য এখনো নেই।

চীনের সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, তল্লাশিকাজে যোগ দেওয়া চীনের দুটি জাহাজের মধ্যে হেইজুন ০১ জাহাজটি এই সংকেত পায়। তবে এই সংকেতটির সঙ্গে নিখোঁজ বিমানের যোগসূত্র সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চীনের লিবারেশন ডেইলি পত্রিকা জানায়, জাহাজে থাকা তিনজন সংকেতটি শুনেছেন। আকস্মিকভাবে সংকেতটি পাওয়ায় তা রেকর্ড করা সম্ভব হয়নি।

এদিকে নিখোঁজ হওয়ার প্রায় এক মাস পর মালয়েশিয়ার বিমানের খোঁজে গতকাল থেকে ভারত মহাসাগরে ব্যাপক আকারে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। তল্লাশিতে এবারের লক্ষ্য বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে বের করা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ১০টি সামরিক বিমান, তিনটি বেসামরিক বিমান ও ১১টি জাহাজ দিয়ে অস্ট্রেলিয়ার পার্থ থেকে এক হাজার ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরের দুই লাখ ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুসন্ধান করা হবে। তদন-কারীরা ধারণা করছেন, গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার বিমানটি এখানেই বিধ্বস্ত হয়েছে।

নিখোঁজ বিমানটি অনুসন্ধানে অস্ট্রেলিয়ান সংস্থার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান অ্যানগাস হিউজটন বলেন, ‘ছয় সপ্তাহের মধ্যে আমরা যদি কোনো কিছু খুঁজে না পাই, তার পরও আমরা তল্লাশি অব্যাহত রাখব। বিমানের অনেক কিছু থাকে, সেগুলো ভাসমান অবস্থায় থাকতে পারে। আমি মনে করি, নিশ্চয় কিছু পাওয়া যাবে। যার ফলে আমরা নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করতে পারব।’





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License