আমাদের সিলেট ডটকমঃ দক্ষিণ সুনামগঞ্জের আলমপুরে বৈদ্যতিক খুঁটি বসানোকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। গুর্বতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে আলমপুর ও নাদিমপুর এবং গুরাডুম্বুর গ্রামের মধ্যে বৈদ্যুতিক খুঁটি বসানো নিয়ে তিন গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিল। নাদিমপুর ও গুরাডুম্বুর গ্রামের লোকজন চাইছিল তাদের গ্রামের বিদ্যুতের সংযোগের খুঁটি আলমপুর গ্রামের মধ্য দিয়ে নিয়ে যাবে কিন্তু আলমপুর গ্রামের লোকজন তাদের গ্রামের ওপর দিয়ে বিদ্যুৎতের খুঁটি নিতে বাঁধা দিচ্ছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে ঐ দুইগ্রামের লোকজন এসে খুঁটি বসাতে চাইলে আলমপুর গ্রামের লোকজন আবারও বাঁধা দিলে ৩ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুর্ব হয়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। সংঘর্ষে ৩ গ্রামের কমপক্ষে ৪০ জন আহত হয়। গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। অন্যদেরকে কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমীন জানান, বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে ৩ গ্রামের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেলের আঘাতে ২৫/৩০জন আহত হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জে বৈদ্যুতিক খুঁটি বসানোকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর সংঘর্ষ, আহত-৪০
Friday, April 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment