আমাদের সিলেট ডটকম:
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমার পারাইরচকে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও আরো অন্তত: ১১ জন আহত হয়েছেন।আজ শুক্রবার বেলা পৌনে ২টার দিকে পারাইরচকে নির্মাণাধীন ট্রাক টার্মিনালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ফেঞ্চুগঞ্জের পশ্চিমপাড়া মানিককোনা গ্রামের রকিব আলী (৭৫) ও একই এলাকার জাফুর মিয়া (৪০)।
আহতদের মধ্যে ৮ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক জানান, লেগুনাটি যাত্রী নিয়ে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট আসছিল। পারাইরচকে নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ডের মোড়ে এসে এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এতে লেগুনাটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মারা যান লেগুনার ২ যাত্রী। গুরুতর আহত আরো ৫ জনকে ওসমানী হাসপাতালে পাঠানো হলে রাস্তায় মারা যান অজ্ঞাত পরিচয় আরো এক জন। এছাড়া, বাসের সামনের দিকে বাম পাশে বসা আরো অন্তত: ৬ জন আহত হন। তাদের সবাইকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে।
No comments:
Post a Comment