আমাদের সিলেট ডট্কম:
সারা দেশের ন্যায় সিলেট বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ।
সিলেট শিক্ষাবোডের্র অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় বিভাগের চারজেলার ৫৭হাজার ৮শ’ ৫২জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ১৪ হাজার ৪শ ৯৭ জন। সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন সিলেট শিক্ষাবোডের্র পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান।
পরীক্ষার্থী সংখ্যা বাড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, গতবছরগুলোতে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী বেড়ে যাওয়ায় এবার এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে। তাছাড়া এই পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার যে প্রবণতা ছিলো তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
তিনি জানান, আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য পরীক্ষায় বোডের্র ৭৩টি কেন্দ্র ইতিমধ্যে প্রস-ুত করা হয়েছে। পরীক্ষায় নকল প্রতিরোধে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে চার জেলায় থাকবে ৪টি পরিদর্শক টিম।
মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রসংখ্যা ২৬ হাজার ৪শ ৫৭ এবং ছাত্রী সংখ্যা ৩১ হাজার ৩শ ৯৫ জন। নিয়মিত পরীক্ষার্থী ৪৯ হাজার ৪শ ২৮ জন, অনিয়মিত ৭ হাজার ৮শ ৯৪ জন, মানোন্নয়ন ১শ ২৭ জন, প্রাইভেট ৪শ ৩ এবং আংশিক (রেফার্ড) ৬ হাজার ৫শ ১৯ জন পরীক্ষার্থী।
এবার সিলেট জেলায় পরীক্ষার্থী সংখ্যা ২৪ হাজার ১শ ৮১, হবিগঞ্জে ১০ হাজার ৯শ ৯৬ জন, মৌলভীবাজার জেলায় ১২ হাজার ৯শ ২৮ জন এবং সুনামগঞ্জ জেলায় সর্বনিম্ন ৯ হাজার ৭শ ৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।
সিলেট জেলায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৪শ ৫৭ জন। মানবিক বিভাগে ১৪ হাজার ৫শ ৬০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ হাজার ১শ ৬৪ জন।
হবিগঞ্জ জেলায় বিজ্ঞান বিভাগে ৮শ ৭৮ জন। মানবিক বিভাগে ৪ হাজার ৯৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ২১ জন।
মৌলভীবাজার জেলায় বিজ্ঞান বিভাগে ১ হাজার ৪ শ ৪৮ জন। মানবিক বিভাগে ৮ হাজার ৩শ ৯৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ হাজার ৮৭ জন পরীার্থী।
সুনামগঞ্জ জেলায় বিজ্ঞান বিভাগে ৭ শ ৭৭ জন। মানবিক বিভাগে ৭ হাজার ৭শ ৯০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ১শ ৮৫ জন পরীক্ষার্থী।
এইচএসসি পরীক্ষা শুরু আজ সিলেট বোর্ডে পরীক্ষার্থী ৫৭ হাজার ৮শ ৫২
Wednesday, April 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment