সদর উপজেলায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি গঠনঃ ডাকাতদের গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম

Saturday, April 5, 2014

আমাদের সিলেট ডটকম:

সাম্প্রতিককালে সিলেট সদর উপজেলার বিভিন্নস্থানে ঘনঘন ডাকাতি, মাদক ব্যবসাসহ অসামাজিক কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি সিলেট সদর উপজেলা গঠন করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় শহরতলীর সোনাতলায় গ্রাম বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

বিশিষ্ট মুরুবক্ষী আলাউদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা গত মঙ্গলবার ভোররাতে সোনাতলায় বিশিষ্ট ব্যবসায়ী ইন্তাজ আলীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। সভায় নেতৃবৃন্দ আগামী শুক্রবারের মধ্যে মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেফতারের জন্য প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন। এছাড়া এলাকার বিভিন্নস’ানে মাদক ব্যবসা, জুয়া ও বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে এলাকাবাসীকেও এসব অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিককে আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেমকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হচ্ছেন যুগ্ম আহ্বায়ক মইন উদ্দিন, জিহাদ আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, এডভোকেট নূরে আলম সিরাজী, আব্দুর রউফ মেম্বার, মকসুদ আহমদ মকসুদ, ফারুক আহমদ, আমির উদ্দিন, ইন-াজ আলী, ফুল মিয়া, সমছু মিয়া। কমিটির যুগ্ম-সদস্য সচিব আজির উদ্দিন পাশা, সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সল আহমদ, ফুল উদ্দিন, ফরিদ মিয়া মেম্বার, ফরিদ আহমদ, মঞ্জুরুল হক, সাংবাদিক নূর আহমদ ও মো. ওলিউর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বী তমিজ আলী, মেহের আলী, মন-াজ আলী, ইরফান আলী, হারুনূর রশীদ, তাহির আলী, জমির মিয়া, ছইল মিয়া, হাজী নূর মিয়া, গোলাম নূর মিয়া, মনির আলী মেম্বার প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License